মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজলার চরপাচাইল গ্রামে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় দায়রের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়ছে। ভুক্তভোগী পরিবার ও এলা কাবাসীর আয়াজন রাবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিক ইতনা ইউনিয়নের রঙ্গী বাজার এলা কায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন-তানভীর আহমদ রুণু,আজিম সিকদার, নাসিম মুন্সী ইলিয়াস মুন্সী,মিটু ফকির,মিরাজ মুন্সী, দিপু মুন্সী,ইমানুর লার নাটু মুন্সী,রতনা খানমসহ অনকে।
বক্তারা বলেন,গত ২৩ মার্চ নড়াইলর ইতনা ইউনি য়নের চরপাচাইল গ্রামর আহাদ আলী খান (৫৭) হৃদরাগ বাড়িতে মত্যুবরণ করন। এ ঘটনাকে কেন্দ্র করে আহাদ আলীর বড় ভাই আজাদ আলী খান প্রায় আট মাস পর গত ১ ডিসেম্বর নড়াইলের আদা লত চারজনের নামে হত্যা মামলা দায়ের করন। আহাদ আলী খানের মত্যুর পর তার ভাই আজাদ আলী কোনো অভিযাগ করননি। ময়না তদন্ত ছাড়াই আহাদ আলীর লাশ দাফন হয়ছে। অথচ মত্যুর আট মাস পর ষড়যন্ত্র করে আদালতে এ মামলা দিয়ছন।
বক্তারা আরও বলেন,আজাদ আলী খান গ্রামের সুষ্ঠু সুন্দর পরিবশ নষ্ট করতে এ মিথ্যা মামলা দায়ের করছন।ভুক্তভাগীরা বলন,আশা করছি পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে সঠিক প্রতিবেদন দিবে। গ্রামের শান্তি-শ্রীঙ্খলা বজায় রাখবে। আমরা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে লাহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলে ন,আট মাস আগের ঘটনায় হঠাৎ করে বাদী হত্যা মামলা দায়র করছেন কেন. বিষয়টি আমার জানা নই। যহতু আদালত মামলা হয়ছ বিষয়টি তদন্ত করে সঠিক প্রতিবেদন দপয়া হবে পুলিশ শান্তিশ্রীঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।