মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখা লী গ্রামে গ্রাম বাংলার কবি গান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বাৎসরিক কালী পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপি পূজা ও কবি গানের আয়োজন করেছেন পূজা কমিটি। বিছালী ইউপি পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুকের তত্ত্বাবধানে এবং পূজা কমটির সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় এই মহান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী। ১৩,১৪,১৫ ডিসেম্বর তিন দিন ব্যাপি এই অনুষ্ঠানে মন্দির চত্বরে বসেছে মেলা। জেলার গন্ডি পার করে পার্শ্ববর্তী জেলা হতে কবি গান শুনতে ছুটে এসেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শতবছরের এই ঐতিহ্যবাহী রুখালি গ্রামের কবি গানের নাম ছড়িয়ে রয়েছে সারা দেশে।অন্যান্য বছরের ন্যায় এ বছর ও দুর দুরন্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা এই মহতি উদ্যাগের সাধুবাদ জানিয়েছেন।
যশোর থেকে আসা রঞ্জিত মজুমদার বলেন, রুখালী গ্রামের সার্বজনীন কালী মন্দিরের এই অনুষ্ঠান অনেক পুরানো। এই মাঠে কবি অসিম সরকার গান গেয়ে গেছেন। আমি প্রতি বছর এই কবি গানে আসি।
ভারত থেকে আসা শিমুল চক্রবর্তী বলেন, আমি অনেক আগে ভারতে চলে গেছি। এই অনুষ্ঠান নাম ভারতে বসে মোবাইলে দেখি। এবার সরাসরি দেখার সুযোগ হল। দেখে অনেক ভাল লাগছে। বিছালী ইউপি পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক বলেন, প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা এখানে পূজা ও কবি গানের অনুষ্ঠান করেন। আমরা স্থানীয়রা সার্বিক ভাবে সহায়তা করি। আমি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মন্দির প্রাঙ্গনে সংস্কার কাজ শুরু করেছি। আমার আশা আছে এখানে দৃষ্টি নন্দন কিছু করে দেব। মন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, পূরানো এই মন্দিরকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে৷ এখানে মানত করে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। কালী পূজা ও কবি গান অনেক আগে থেকে হয়ে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে আমরা গ্রাম বাসী নিরলস ভাবে কাজ করে যাবো।