আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানের কথিত অনিয়ম নিয়ে ৭/৮ জনের একটি স্বার্থন্বেষিত মহল আয়োজিত মানববন্ধনের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দপদপিয়া ইউণিয়নের স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক সাধারন জনতা অংশগ্রহন করেন।
প্রতিবাদে অংশ নেওয়া সেনা সদস্য(অবঃ) আনিচুর রহমান বলেন, নলছিটির দপদপিয়ায় ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মান করা হচ্ছে কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ও আওয়ামী লীগের অবদানকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে।
বক্তরা আরো বলেন, নিজেদের অন্যায় আবদার পূরন না হওয়ায় কথিত মানববন্ধন করে প্রশাসনকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর নবন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে আরো বলেন, দপদপিয়া ইউনিয়নবাসী এই কুচক্রীদের বিরুদ্ধে সজাগ আছে। তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেণ, একটি মহল অযথা আমাকে জড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।