June 12, 2025, 3:19 pm
শিরোনামঃ
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা ও তার মা, হাসপাতালে ভর্তি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন ক্ষমতা দখল করলেই সরকার হওয়া যায় না — এটা দুনিয়া দেখিয়ে দিল ইউনুসকে লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলু’ কুপিয়ে হত্যা আওয়ামী লীগ করার অপরাধে গভীর রাত্রে সন্ত্রাসীদের হামলায় নাছির মেম্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’ কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ারবিলে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ১ ঢাকার গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে ১জন যুবক খুন, বড় ভাই গুরুতর আহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নল‌ছি‌টির সকল ফা‌র্মেসী হেলথ কেয়ার ফার্মা’র সাথে ব‌্যবসা ব‌ন্ধের ঘোষনা

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধিঃ

ঝালকাঠীর নল‌ছি‌টি‌তে কর্মরত হেলথ কেয়ার ফার্মা র প্রতি‌নি‌ধি মি. আ‌মির আলীর বিরু‌দ্ধে অসদাচর‌ ণের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।সূত্র জানায় নল‌ছি‌টির হাইস্কুল রোডস্থে মেসার্স শাওন মে‌ডি‌কেল হ‌লের স্বত্তা‌ধিকারী মো. শাওন খা‌ন, ‌হেলথ কেয়ার ফার্মার প্রতি‌নি‌ধি মি. আ‌মির আলীকে মেয়াদাত্তীর্ণ ঔষধ নেয়ার জ‌ন্যে বি‌ভিন্ন সম‌য়ে অনু‌রোধ ক‌রে আস‌ ছিলেন।

কিন্তু মি. আ‌মির আলী বি‌ভিন্ন সম‌য়ে সু কৌশ‌লে এ‌ড়ি‌য়ে যান।এক পর্যায়ে ৯ ডি‌সেম্বর, শুক্রবার সন্ধ‌্যা ৭ টায় মো. শাওন খান হেলথ কেয়ার ফার্মার ঔষধ রে‌খে এসআর কে বল‌ছে বিল দি‌বো না যতক্ষণে মেয়াদাত্তীর্ণ ঔষধ না নেয়া হ‌বে। ততক্ষ‌নে হেলথ কেয়ার ফার্মার প্রতি‌নি‌ধি মি. আ‌মির আলী স্ব-শরী‌রে হাজীর হ‌য়ে মো. শাওন খান‌কে মা-‌বোন তু‌লে অশ্লীল ভাষায় গালাগা‌লি সহ ক‌্যাশ কাউন্টা‌রে স্ব‌-জো‌রে থাপ্পর মা‌রে এবং মি. শাওন‌কে দে‌খি‌য়ে দিবে ব‌লে হুম‌কি দাম‌কি দি‌য়ে চ‌লে যান।

‌যেই কথা সেই কাজ মি. আ‌মির আলী চ‌লে গে‌লেন থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লেন মো. শাওন খা‌নের বিরু‌দ্ধে. যা সম্পূর্ন মিথ‌্যা ও বা‌নোয়াট।মো. শাওন খান সামা‌জিকভা‌বে হেয় প্রতিপন্ন হ‌য়ে নল‌ছি‌টি উপ‌জেলার বি‌সি‌ডিএস সভাপ‌তি বরাবর লি‌খিত আবেদন ক‌রলে অদ‌্য সকাল ৯ টায় বি‌সি‌ডিএস এর অস্থায়ী কার্যালয়ে বি‌সি‌ডিএস এর সাধারর সম্পাদক জরুরী এক সভার আ‌য়োজন ক‌রেন।

উক্ত সভায় উপ‌স্থিত সকল বি‌সি‌ডিএস এর সদস‌্য দের মতাম‌তের ভি‌ত্তি‌তে যতক্ষ‌ণে মি. আ‌মির আলী‌ কে নল‌ছি‌টি মা‌র্কেট থে‌কে অপসারণ করা না হ‌বে ততক্ষ‌ণে হেলথ কেয়ার ফার্মার সা‌থে সকল ধর‌নের ব‌্যবসা‌য়িক লেন‌দেন বন্ধ থা‌কি‌বে এবং নল‌ছি‌টি‌তে কর্মরত সকল ঔষধ কোম্পনীর প্রতি‌নি‌ধি‌দের খুব দ্রুত ফা‌র্মেসী থে‌কে মেয়াদাক্তীর্ণ ঔষধ উ‌ত্তোলণ ক‌রে নতুন ঔষধ দেয়ার জন‌্য দাবী গৃহীত হ‌য়।



Our Like Page
Developed by: BD IT HOST