পাঠক:- মোঃ ইলিয়াছ, দৈনিক মুক্তিযোদ্ধা ৭১
অন্যের স্ত্রীর দিকে বারবার নজর যায় আবুলের কোনোভা বেই নিজের চোখ সংযত করতে পারে না সে। শুধু তাই না, নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকেই বেশি সুন্দরী মনে হয় তার আর এসব নিয়ে প্রায়ই স্ত্রীর তিরস্কার সহ্য করতে হয়।
এবার আবুল মনস্থির করে এ নিয়ে বিজ্ঞের কাছ থেকে সুপরামর্শ নেবে । বিজ্ঞ মনীষীর সঙ্গে দেখা করে আবুল। অপরাধীর মতো সামনে এসে দাঁড়ায়। বিজ্ঞ বিস্তারিত জানতে চায়। তখন আবুল বলে, বিয়ের আগে প্রথমবারের মতো যখন আমার স্ত্রীকে দেখি মনে হয়েছিল মহান সৃষ্টিকর্তা এর চেয়ে সুন্দরী নারী পৃথিবীতে আর কাউকে পাঠাননি ।
যখন বিয়ের প্রস্তাব পাঠালাম তখন সেই প্রস্তাব মেয়ে এবং মেয়ের অভিভাবক গ্রহণ করল, বিয়ের আয়োজনও সম্পন্ন হলো। ঠিক তখন দেখতে পেলাম তার মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে । এটা রীতিমতো আমার কাছে অবিশ্বাস্য ঠেকল ।
ধুমধাম আয়োজনের মাধ্যমে যখন বিয়ের আয়োজন শেষ হলো, স্ত্রীকে নিয়ে আসি, ভালো করে স্ত্রীকে দেখি। দেখি আর ভাবি আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী অনেক নারী এই পৃথিবীতে আছে। এটা কীভাবে সম্ভব! ঘরে
বিয়ের পর যখন আরও কয়েক বছর কেটে গেল, আরও অনেক মেয়ে ও মহিলার সঙ্গে দেখা হলো, দেখলাম প্রায় মহিলাই আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী।
আবুলের দিকে তাকিয়ে বিজ্ঞ মনীষী হাসলেন। এরপর বললেন, আমি কি י’ তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলব?
আবুল মাথা নেড়ে সম্মতি দিতে দিতে বলে, হ্যাঁ, বলুন।
মনীষী ভারী কণ্ঠে বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করো, তখনো নতুন কাউকে ভালোবাসতে ইচ্ছে হবে। কারণ সুন্দর শব্দটা তখনো পৃথিবীতে থাকবে। আর তখন চেয়ে দেখবে পথের নেড়িকুকুরগুলোকে বেশি সুন্দরী মনে হবে তোমার।
আবুল জানতে চায়, কিন্তু কেন এমনটা মনে হবে?
মনীষী ব্যাখ্যা করে বলতে লাগলেন, শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো, মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, চোখগুলো তখন লালসায় ভরে ওঠে। সৃষ্টিকর্তার ডর-ভয়, লাজ-শরমও চলে যায়। তখন ওই চোখগুলো কবরের মাটি ছাড়া কিছুতেই ভরে না।
তোমার সমস্যা হচ্ছে, তুমি পাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না । সবকিছুতেই আনন্দ খোঁজ। সৃষ্টিকর্তাকে ভয় করো। নারীদের ভোগ্যপণ্য ভেবো না। মূল্যায়ন করতে শেখো। দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে।
উপলব্ধি : আমরা পরিবার বা ঘরের কারও প্রতিভার মূল্যায়ন করি না। করতে জানি না, অন্যের সামান্য মেধা দেখলেই চমকে উঠি নিজের স্ত্রীকে অন্যের স্ত্রীর তুলনায় যথেষ্ট মেধাহীন এবং অসুন্দর লাগে মন্তব্য করতে দেরি করি না। এর কারণ গভীরভাবে কোনো জিনিসের পর্যবেক্ষণ না করা।
জীবনের গল্পকথা………
জাগ্রত হোক বিবেকবোধ
মো. শহীদুল ইসলাম পিপিএম (বার)