June 23, 2025, 2:57 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিরালা গেষ্ট হাউসে তরুনী হত্যার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার-১

Reporter Name

প্রথম বাংলা – গত ১৪ই মার্চ/২০২৩ দিবাগত রাত ০১.৪৫ ঘটিকা হইতে ইং ১৮/০৩/২০২৩ তারিখ দুপুর ১৩:০৫ ঘটিকার মধ্যে যেকোন সময় অত্র ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজারস্থ নিরালা গেষ্ট হাউজের দু’তলায় ২০৯নং কক্ষে অজ্ঞাতনামা ডিজিষ্ট (২০)এর মৃতদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে মৃতদেহের গলায় ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর রক্তাক্ত কাটা জখম, বাম ও ডান হাতের কব্জিতে রগ কাটা গুরুত্বর রক্তাক্ত জখম সহ মৃতদেহের নাক,কান,মুখ আংশিক পচনশীল অবস্থা সহ মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হতে দেখে তাকে হত্যা করা হয়েছে মর্মে জানা যায়।

উক্ত ঘটনায় মৃতদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় থানা পুলিশ বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহা র দায়ের করলে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার রুজু করা হয়। মামলাটি তদন্ত কালে জানা যায় যে,আসামী রাকিব পড়াশুনার পাশাপাশি সমাজ সেবা অফিসে আউট সোর্সিং এর কাজ করে।গত ইং ১৪/০৩/২ ০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় আসামী আগা রগাঁও অফিস থেকে মিরপুর সেহড়া পাড়া বাসস্ট্যান্ড যায়।আসামী সেহড়া পাড়া ফুটওয়ার ব্রীজ দিয়ে যাওয়ার সময় একজন পতিতা মহিলা তাহাকে ডাক দেয়।তখন আসামী তার সাথে কথা বলে এবং তাহাকে ময়মনসিংহ যাওয়ার জন্য প্রস্তাব দেয়।

সেই মহিলা ৫,০০০/-(পাঁচ হাজার)টাকার শর্তে ময়মনসিং হ যেতে রাজি হয়।পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় আসামী ঐ মহিলাকে নিয়া মহাখালী বাসষ্ট্যান্ডে আসে এবং ময়মনসিংহের উদ্দেশ্যে বাস যোগে রওনা হইয়া রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ময়মন সিংহে পৌছায়।পরবর্তীতে হোটেল নিরালায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ২০৯নং কক্ষে উঠে। ইং ১৫/০৩/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় টাকা পয়সা নিয়ে মহিলার সাথে আসামীর ঝগড়া হয়।একপর্যায়ে আসা মী বিকাশ হইতে টাকা উত্তোলনের কথা বলিয়া বাহিরে এসে ১০০ টাকা দিয়ে একটি চাকু ক্রয় করে হোটেল রুমে যায় এবং রুমের দরজা লাগিয়ে উক্ত মহিলাকে গলায় চাপ দিয়ে ধরে ওয়াশ রুমে নিয়ে চাকু দিয়ে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুই হাতের রগ কাটে। মুখে চাকু দিয়ে আচড় কাটে। তারপর হোটেল রুমের রক্ত পরিস্কার করে হোটেল রুমের দরজায় তালা দিয়ে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন সহ এসআই(নিঃ) নিরুপম নাগ,এসআই(নিঃ) আনোয়ার হোসেন,কনস্টেবল মিজানুর রহমান অভিযান পরিচালনা করিয়া হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব(২৩),পিতা-মোঃ খোকন মিয়া, সাং-নতুন চরচাষী,থানা-গজারিয়া,জেলা-মুন্সীগঞ্জ’কে ইং ১৯/০৩/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১৫ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করেন।



Our Like Page
Developed by: BD IT HOST