January 25, 2025, 4:30 pm
শিরোনামঃ
বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই ৫ আগষ্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে” বললেন আসাদুজ্জামান কামাল ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, নজীরবিহীন বন উজাড় নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নীড়টি সাজানো জন্য তোমার শূন্য পরে আছে– শুধু অভাব ছিল পথিক এবার পূর্ণ হয়ে গেছে।

Reporter Name

কবিতা: নীল স্বপ্নের নীড়
লিখিকা: ইলা ইয়াছমিন

পাঠক: এমডি ইলিয়াছ

  • ভালো লাগার নীল স্বপ্ন
    সে তো হৃদয় ছোঁয়া সাগর তীর,
    মনের গভীরে লালন করি
    সম্ভাবনার সুখের নীড়।

    ইট পাথরের প্রাসাদ
    সে তো অর্থ মোহে তৈরি
    দেখো সুখ সেখানে মরিচিকা
    থাকে আবহাওয়াটাও বৈরি।

মনের প্রেমে ঘরটি দেখো
তালপাতা দিয়ে ছাউনি
ভালবাসা দিয়ে লেপ্টে আছে
রুপেভরা এক তরুনী।

ঘাসে ঘাসে ভরা মেঠো পথে দেখি
এঁকে বেঁকে চলা দূর পথিক,
ক্লান্ত শরীরে পিপাসা মেটাতে
আসবে ছুটে ঘর যেদিক।

  • ডাকব তাকে মধুর সুরে
    দৃষ্টি ফেলে অবিরত,
    এসো পথিক মুগ্ধ হবে
    পাখির গানে মুখরিত।

ঢেউ তোলা মৃদু পানির শব্দ,
মাতাল করা শো শো সুর–
নয়ন তোমার ফেলবে পলক
ক্লান্তি তোমার হবে দূর।

  • নীড়টি সাজানো জন্য তোমার
    শূন্য পরে আছে–
    শুধু অভাব ছিল পথিক এবার
    পূর্ণ হয়ে গেছে।

অনুভবে লয়ে আছি বেচে
মনের মাধুরি মিশে আছো,
ঠিকই আছে স্বভাব তোমার
তবে একটু বদলে গেছো।

  • অনুভূতির বন্ধ দরজাগুলো
    তুমি এসে খুলে দাও।
    অপেক্ষার পাতাগুলো সব
    পুরে ফেলি সুখ দেবো যত চাও।
  • তোমার স্মরণ কালে আমার
    বেড়ে যায় হৃদয় স্পন্দন,
    কাছে নেই তবু কাছেই আছো
    এ এক অটুট বন্ধন।

    মনের খেয়ালে ছোট্ট রাজ্য,
    শান্তি সুখের নীড়,
    নীরব নিথর পাখিদের মেলা
    সেথায় মানুষের নেই ভীড়।

হয় মৃদু ঢেউয়ে পানসী পারাপার
চারদিক সবুজ, ফুলের সুবাস,
এসো নীল স্বপ্নের নীড়ে
দুজন মিলে করবো বসবাস।



Our Like Page
Developed by: BD IT HOST