আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালী -৪ সদর-সুবর্ণচর আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি,সুপ্রিম কোর্ট বার এসোসিয়ে শনের সাবেক সম্পাদক,‘জয় বাংলা’জাতীয় স্লোগান ঘোষণার রিট আবেদনকারী,‘জয় বাংলা’ রাষ্ট্রীয় স্লোগা ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আহমদ উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,ড. বসির আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা,শিক্ষা অধিকার চত্বরের প্রতিষ্ঠাতা,বাটিরটে ক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,
ড. বসির আহমেদ ইন্জিনিয়ারিং কলেজ,ড.বসির আহ মেদ সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (পলিটে কনিক) এর প্রতিষ্ঠাতা, ফ্রি ফ্রাইডে ক্লিনিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ড. বসির আহমেদ,
সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।
নোয়াখালী-৪ সদর সুবর্ণচরের মানুষের কাছে দোয়া চে য়ে ড. বসির আহমেদ বলেন,আপনাদের দোয়া,আশী র্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসাবে আমারপ্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমাদিয়ে ছি। আওয়ামী লীগের সভানেত্রী,বঙ্গবন্ধু কন্যাজননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা নোয়াখালী -৪ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবেন,
সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।