নূর মোহাম্মদঃ “নৌকা মানেই উন্নয়ন,নৌকা ক্ষমতা য় থাকলে ব্রীজ হয়, রাস্তা হয়, স্কুল পাকা হয়,মানুষ ভাতা পায়”রবিবার লক্ষ্মীপুর সদর উপজেলা র ৪ নং চররুহিতা ইউনিয়নে বড়বাড়ি সংলগ্ন নবনির্মিত ব্রীজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা একথা বলেন লক্ষ্মীপুর -০২ আসনের সাংসদ এড নুরুদ্দীন চৌধুরী নয়ন এমপি। আরো বলেন শেখ হাসিনার সরকার জনগণকে নতুন নতুন ব্রীজ কালভার্ট,রাস্তাঘাট,স্কুল কলেজ উপহার দেয়,আর বিএনপি দেয় সন্ত্রাস,জঙ্গি।
প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছিলেন। বিএমপির কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না লক্ষীপুরের জেলাতে যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানে আইনের গুণগতভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ জনগণের কথা ভেবে দেশের উন্নয়নে র কথা ভেবে আবারো নৌকা মার্কায় বিজয় করার লক্ষে উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করে।
গতকালকে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করেছিল গুপ্ত হামলা করেছিল কিন্তু আবারও তাদের শীর্ষ সন্ত্রাসী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছিলেন তোমরা যে যেখানে আচর্যা নিয়ে হামলা করো।এটি আপনারাই বুঝে তারা কি দেশে শান্তি চায় না অশান্তি শৃঙ্খলা বোঝাতে চায় তারা তো দুর্নীতিবাজ তারা সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতায় আসতে চাই ছিলেন সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপ জেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু,চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ তি মিজানুর রহমান চৌধুরীর,সাধারণ সম্পাদক এড. তোফাজ্জল হোসেন ফিরোজ,দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযুদ্ধা নুরুজ্জামান মাষ্টার,জেলা শ্রমিকলীগ সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।৬৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন বাস্তবায়ন করে।