চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
পটিয়ার কচুয়াই গৃহবধূ জেরিন আক্তার হত্যার খুঁনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
পটিয়ার কচুয়াই ইউনিয়ন, ফারুকি পারা রোড, শেখ মুহাম্মদ পারার শ্বশুর বাড়ীতে জেরিন আক্তারকে গত ৩০/৪/২০২৩ আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটে শ্বাসরুদ্ধ ও বিভিন্নভাবে আঘাত করে হত্যা করে। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। খুনিরা হলেন তার স্বামী দিদার আলম ওরপে দিদার, আবু তৈয়ব, দিদারের ভাগ্নে হৃদয়। জেরিন আক্তারের (২২) খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ০৭/০৫/২৩ রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের’ উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, ছাত্রসমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন ,হাসমত খাঁন আতিফ জয়নাল আবেদীন, রবিউল আলম, সুলভ বড়ুয়া,আশরাফ, মুহাম্মাদ মোর্শেদ,আন্জুমান আরা তানি, জেরিনের বাবা আমীর আলমদার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে,জেরিনের মা জেসমিন আক্তার বলেন, আমার তরতজা মেয়ে কে তারা যৌতুকের জন্য হত্যা করছে,ভবিষ্যৎ যৌতুকের জন্য এমন ঘটনা যেন আর না হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইনমন্ত্রী, সহযোগিতা কামনা করেন,বক্তারা জেরিন আক্তারের খুনি স্বামী দিদার,বড় ভাই আবু তৈয়ব, ভাগ্নে হৃদয় কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।