নিজস্ব প্রতিবেদক :-বড়িয়া রেজাউল করিম কেরা তুল কুরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজ মঙ্গলবার ৭ই জানুয়ারী একদিন ব্যাপি ওয়াজ মাহফিল বাদ মাগরিব পবিত্র কুরআন তেলাওয়া তের মাধ্যমে শুরু হয়েছে,
অবসর প্রাপ্ত পুবালি ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মুহা ম্মদ শাজাহান হাওলাদার এর সভাপতিত্বে একদিন ব্যাপি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই মরহুম পীর সৈয়দ মাওলানা ফজ লুল করীম (রহ) এর সুযোগ্য সাহেবজাদা চরমোনাই ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মুফতী সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের প্রধান অতিথির বয়ানে সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা সংকুচিত করা হচ্ছে,
ধর্মীয় শিক্ষা বাধদিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা নীতি চালু করে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর পায়তারা চলছে।তিনি আরও বলেন সকল কে হক্কানি আলেম দের সোহবতে থাকতে হবে শেষ জমানায় মানুষ নেকের কাজ ফেলে গুনাহের কাজে লিপ্ত হয়ে কে কার আগে জাহান্নামে যাবে সেই দিকে ছুটছে।কল বে বেশি বেশি আল্লাহ জিকির ধারন করতে হবে।দেশ ও জাতির কল্যানে ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ দু’জ মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাও লানা কাওসারউল্লাহ আনসারি,পরিচালক সরমহল কারিমিয়া কওমী মাদ্রাসা।মাওলানা জামাল হোসাই ন,ইমাম ও খতিব বাহাদুরপুর গো-হাট জামে মসজি দ,মাওলানা রুহুল আমিন খান সাবেক আরবি প্রভা ষক বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,
হাফেজ ক্বারী সাইদুল ইসলাম মোহতামিম রেজাউল করীম কেরাতুল কুরআন নূরানী মাদ্রাসা,মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা জাকির হোসাইন খান,মাওলানা হাবিবুর রহমান সগির সহ সকল আলেম ওলামা।বিপুল সংখ্যক মুসল্লীগন উপস্থিত ছিলেন।