পুলিশের কাজের কোন সীমানা নির্ধারণ করা নাই। কাজ করতে হয় বিভিন্ন ক্ষেত্র এবং পরিসরে। অনেক সময় গন্তব্যে যেতে হয় নদী পার হয়ে, অনেক সময় সাঁকো পেরিয়ে।
এরই ধারাবাহিকতায় অদ্য তীব্র তাপদাহ উপেক্ষা করে ভর দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর নেতৃত্বে বৌলতলী তদন্ত কে ন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (নি:) জনাব মো: আমিনুল ইসলা ম এবং গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (ইন্টে:
এন্ড কমি:পুলিশং) জনাব নয়ন চন্দ্র দেবনাথ সহ সঙ্গীয় অফিসার ফোর্স বৌলতলী তদন্ত কেন্দের আওতাধীন বিভি ন্ন এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন লোকজন দের সাথে আলোচনা করেন এবং যাদের দ্বারা আইন শৃঙ্খ লা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে,এমন লোক দের সতর্ক করেন। এরপর অফিসার ইনচার্জ সাহেব বৌল তলী তদন্ত কেন্দ্রে এসে পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন।