নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশের মত নও গাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি ত হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপ জেলা আওয়ামী লীগের উদ্যেগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নিতপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম,সিনিয়র সহ-সভা পতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমাদু ল হক শাহ্, গোলাম মোস্তফা সরকার খোকা,যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী,নিতপুর ইউনিয়ন আও য়ামী লীগ সভাপতি এনামুল হক,সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগ ঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।