নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি :
নওগাঁ পোরশা উপজেলা গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজ শাখার অহবায় ক আসিদুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন উপ জেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল রেজওয়ান রহমান। ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ঢাকা কার্যালয় থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হানা মোস্তফা কামাল বাদল।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আসিদুল ইসলামকে সভাপতি ও রুবেল শেখ কে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ কমিটি ঘোষণা করা হয়।