প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আলোকিত উখিয়া পত্রিকায় “কুতুপালং বাজারের ব্যবসায়ীকে মারধর করে মালামাল লুট” জানে আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ,শিরোনামে মিথ্যা ভিত্তিহীন সংবা দের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে সব মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে তা আদৌ এমন কোন ঘটনা কুতুপালং বাজারে ঘটে নাই। সংবাদে যার নাম উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছে সেই রোহিঙ্গা ছৈয়দও জানে না এমন মিথ্যা সংবাদ কে বা কাহারা প্রচার করছে।
এমন মনগড়া সংবাদ ছড়িয়ে আমাকে মানুষে’র কাছে হ্যায় করার চেষ্টা করছে যা উদ্দেশ্যে প্রণোদিত ভিত্তিহীন ও হাস্যকর বটে। আমার মান ক্ষুন্ন করারর জন্য ষড়যন্ত্রমুল এসব মিথ্যা প্রারনা,যাকে বাদী সেজে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সে এক জন রোহিঙ্গা নাগরিক। বাজারে তার কোন ব্যবস্যা প্রতিষ্টানও নাই। সে নিজেও জানেনা এমন মিথ্যা সংবাদে তার নাম কেবা কারা উল্লেখ করেছে।
আমি কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুক অপপ্রচারের অংশ হিসাবে এমন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। আমি এমন মনগড়া সংবাদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এমন মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নিচ্ছি।
প্রতিবাদ কারী
জানে আলম জানু
সভাপতি
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি ।