কবিতা নাম: প্রণয় বিরহ
লিখিকা: সাবিনা আফরিন
পাঠক: এমডি ইলিয়াছ
প্রণয়ের বিপরীতে বিরহের সুর-
তবুও যেনো প্রেমবীনা বাজাতে প্রেমিকা করে না কোন ভুল।
যুগের পর যুগ-
প্রণয়লীলা চলেছে হাজারো প্রেমিক হৃদয়ে।
তা দেখে বৃদ্ধরা ও চুপ।
তবুও কেনো জেনেবুঝে হই প্রেমে মশগুল-
আমি একচুল করিনি তো ভুল,
তা হলে কেন প্রণয়ের বীনায় আজ করুন বিরহের সুর।