January 20, 2025, 1:32 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রণয়ের হাটবাজারে – মন বেচাকেনার লেগেছে ধুম

Reporter Name

কবিতা নাম: প্রণয় বিরহ
লিখিকা: সাবিনা আফরিন
পাঠক: এমডি ইলিয়াছ

  • পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রণয়ের সৃষ্টি –
    আর প্রণয়ের সৃষ্টি থেকেই বিরহের সৃষ্টি।
    তবুও কেন মানুষ প্রণয়ের ডোরে বাঁধা পড়ে?
    প্রণয়ের পথটা নয় তো সু মসৃন-
    জেনে ও কেন প্রেমিক যুগল হাত বাড়ায়,
    অজানা গন্তব্যে।

প্রণয়ের বিপরীতে বিরহের সুর-
তবুও যেনো প্রেমবীনা বাজাতে প্রেমিকা করে না কোন ভুল।

যুগের পর যুগ-
প্রণয়লীলা চলেছে হাজারো প্রেমিক হৃদয়ে।

  • প্রণয়ের হাটবাজারে – মন বেচাকেনার লেগেছে ধুম,

তা দেখে বৃদ্ধরা ও চুপ।

  • প্রণয়ের সুর এতই যে মধুর?
    তবে কেন হৃদয় ভেঙে হয় চৌচির।

তবুও কেনো জেনেবুঝে হই প্রেমে মশগুল-

আমি একচুল করিনি তো ভুল,

তা হলে কেন প্রণয়ের বীনায় আজ করুন বিরহের সুর।



Our Like Page
Developed by: BD IT HOST