তুহিন দেওয়ান:ভোলা জেলা প্রতিনিধি – চরফ্যাশন থানার ১৮ নং আব্দুল্লাহপুর এক নম্বর ওয়ার্ডের সোনামিয়া হাওলা দার ছেলে মুখতার হাওলাদার মেয়ে নিপাকে ১/০৭/২০১৭ ইং তারিখে বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়ন এর ৭ নং ওয়াডের জসিম মেসতরীর বড় ছেলে মোঃ রুবেল হোসেন বিয়ের কাজ সম্পন্ন করে?
পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় বিয়ের ছয় মাস পরে রুবেল হোসেন আরব দেশ কাতার চলে যায়? পাঁচ বছর পাঁচ মাস বিদেশে থাকে? বিদেশে থাকায় অবস্থায় স্ত্রী নিপাকে ৫ লাখ টাকার গয়না কিনার জন্য টাকা দেয়। তাদের এলাকার থেকে ১,২,৩, নং ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচন করার সময় ৭ লাখ টাকা তাকে প্রদান করে?
রুবেল হোসেন এর স্ত্রী ও সন্তানের খরচের জন্য প্রতি মাসে ১০ হাজার করে পাঁচ বছরে আরো পাঁচ লাখ টাকা দেয়? তার শশুর ও শাশুরী কে ৩ লক্ষ টাকা প্রদান করে?বিগত ১০/০৬/২০ ২৩ইং তারিখে দুই মাসের জন্য কাতার থেকে ছুটিতে বাড়িতে আসেন? বাড়িতে আসার পরে তার শ্বশুর বাড়িতে যায় ৷সেখানে যাওয়ার পরে এর স্ত্রী,রুবেল কে বলে, তোমার এর সাথে সংসার করবো না।
রুবেল বলছে কেন, এর তোমাকে ভালো লাগে না, তাই সংসার করবো না। এইটা তার বাবা মাকে জানায়, তার বাবা মা তাদের এলাকার চেয়ারম্যানকে জানাই। তাদের একালার চেয়ারম্যান কে বলছে সংসার যদি না করে তাহলে তার গয়না ও টাকা পয়সা দিতে বলেন।
চেয়ারম্যান ও তাদের এলাকার মানুষ রুবেল কে সময় দিতে দিতে দুই মাসের ছুটি রুবেল এর শেষ হয়ে যায়, রুবেল কে কোন সমাধান দেইনি।রুবেল তাদের এলাকা র চেয়ারম্যান কে বলে দেশের বাহিরে ১০/০৮/২০২৩ তারিখে কাতার চলে যায়?
রুবেল কাতার চলে যাওয়ার ছয় দিন পর ১৬/০৮/২০ ২৩ ইং তারিখে তাদের এলাকার একটা ছেলেকে নিপায় বিয়ে করে ৮ লক্ষ টাকার কাবিন দিয়ে।রুবেল হোসেন কে তালাক না দিয়ে?সে কিভাবে বিয়ে করলো,অবৈধ সম্পর্ক কিভাবে করলো এটা বিচার চাই রুবেল হোসেন,নিপাকে যে ছেলে বিয়ে করেছে। এর পাঁচ বছরের সন্তানকে এতিম করেছে সুখের সংসার নষ্ট করেছে তার বিচার চাই।
নিপাকে যে ছেলে বিয়ে করছে সেই ছেলের বাবা সবকিছু জানার পরও সন্তানের স্ত্রী নিপাকে গড়ে কিভাবে উঠায় রুবেল তার বাবারও বিচার চায়? নিপার অবৈধ সম্পর্ক কথা জানার পর তাদের এলাকার চেয়ারম্যান কোন সমাধান দেয় নি।
চেয়ারম্যান সমাধান না দেওয়ার কারনে রুবেল তাদের থানা দরখাস্ত করি। 11/10/2023 ইং রুবেল তার স্ত্রী ৭ লাখ টাকা ৫ লক্ষ টাকার গয়না লুটপাট করে নিয়ে যায়? অবৈধ সম্পর্ক করে অন্যের ঘরে চলে গেছে।রুবেল এর সন্তানকে শ্বশুরবাড়ি রেখে, তার থেকে ৩ লাখ টাকা নিয়েছে।এবং নিপা অবৈধ সম্পর্ক করেছেন রুবেল কে তালাক না দিয়ে।
নিরুপায় হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে রুবেল হোসেন থানায় বলেছেন কোনো সমাধান দেয় নাই থানা মামলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাই? তার প্রমাণ স্বরূপ কাগজ দেওয়া হলো।সত্য উদঘাটন করে সুস্থ তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হোক।