আবদুল মামুন, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
ভোরের কাগজের সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের ছোট সন্তান মুহাম্মদ ইমতি য়াজ খাঁন তৌসিফ প্রাথমিকে বৃত্তি পেয়েছেন। মঙ্গ লবার (২৮ ফেব্রুয়ারী)প্রকাশিত সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সীতাকুণ্ড দত্তবাড়ী সরকা রী প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে ছে।একই স্কুল থেকে টেলেন্টপুলে আরো ৪ জন এবং সাধারণ গ্রেডে ৬ জনসহ মোট ১১জন বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য যে, ইমতিয়াজ বরাবরই প্রত্যেক শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে আসছিল। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ইমতিয়াজ। সকলের নিকট দোয়া প্রার্থী সে।