সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃমুক্তিযুদ্ধ ৭১সংবাদসি নিয়র রিপোর্টার।
কুড়িগ্রামের উপজেলা উলিপুরে বুড়াবুড়ী ইউনি য়নের ঐতিহ্যবাহী বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চবিদ্যা লয়- এর গৌরবের ৭৫ বছর উত্তীর্ণ “প্লাটিনাম জয় ন্তী উদযাপনের চলছে পুর্ব প্রস্তুতি।অনুদান সংগ্রহ,
স্পন্সর ম্যানেজ,ও ব্যাচ সমন্বয়ক নির্ধারণ করা হচ্ছে।চলছে মাঠ সাজানোর কাজ ইতি মধ্যে গেটের কাজটি সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়,আগামী রোজ মঙ্গলবার ২০ডিসেম্বর সকাল ৯:১৫টা থেকে সন্ধানে ৬.০০ টা পর্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ থেকে্ পাঠ,জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন,আনন্দ র্্যালী শিক্ষক বৃন্দের বিদায় সংবর্ধনা ও প্রীতিভোজ।এবং পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হবে।
আয়োজনে প্রাক্তন ও্ বর্তমান শিক্ষাগর্থীগণ স্থান বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গন।
আমন্ত্রণে: মোঃ মেহেরুজ্জামান প্রধান শিক্ষক বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চবিদ্যালয়,অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের উপস্থিতে আনন্দময় পরিবেশে “প্লাটিনাম জয়ন্তী-২০২২”
অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পুর্বে অধ্যায়নরত শিক্ষার্থী সম্প্রীতি সৌহার্দ্য ও যোগাযোগের মান উন্নয়নে এবং অবসরে থাকা সকল শিক্ষক সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দের উপস্থিতে আয়ো জন হতে যাচ্ছে-এ্ মহা আয়োজন।মহাকাশের সাথে তুলনা করা, তবে স্কুল জীবন সেই মহাকাশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের স্কুল আমাদের গৌরব।
আমাদের অহংকারের স্বাক্ষী হতে চাই আমরা সবাই।
সঞ্চলনায় -খন্দকার মাহফুজার রহমান মুকুল
প্রধান শিক্ষক, খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,উলিপুর।
প্রধান অতিথি, জনাব অধ্যাপক এম,এ মতিন জাতীয় সংসদ সদস্য-২৭, কুড়িগ্রাম-৩
বিশেষ অতিথি -শোভন রাংসা উপজেলা নির্বাহী অফিসার,উলিপুর,
সভাপতি – জনাব মোঃ আসাদুজ্জামান খন্দকার চেয়ারম্যান,৬নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ, ও সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর শাখা।
সম্ভাব্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন অধ্যাক্ষ জনাব মোঃ আহসান হাবীব রানা,সভাপতি বাংলা দেশ আ.লী. উপজেলা শাখা,উলিপুর, জনাব,সাই ফুল ইসলাম সাঈদ চেয়ারম্যান,৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, উলিপুর,ও আরো অনেকে।
বিদায়ী অতিথিদের মধ্যে
যারা থাকবেন,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব খন্দকার আব্দুর রউপ,
অ.ব.প্রধান শিক্ষক,বকসীগঞ্জ
রাজিবিয়া উচ্চ বিদ্যালয়।
মল্লিকা রায় বর্ম্মন
অ.ব. সহকারী প্রধান শিক্ষক,
ও আরো অনেকে।