নূর মোহাম্মদঃ প্রায় ২ শ বছরের ঐতিহবাহী লক্ষ্মী পুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের কারামতিয়া ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহ শিক্ষক পন্ডিত শাখাওয়াত উল্যার স্মৃতি বিজড়িত।ঐতিহ্যবাহী এই মাদ্রাসা টিতেই তিনি পড়ালেখা করেন এবং জীবনের একটা সময় এখানেই তিনি শিক্ষকতা করেন।২শ বছর ধরে জ্ঞানের দ্বীপশিখা জালিয়ে গেলেও আধুনিক শিক্ষার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠেনি।
এবতেদায়ী থেকে ফাজিল পর্যন্ত ৩ হাজার ছাত্র – ছাত্রী নিয়ে একটি বিশাল শিক্ষা পরিবার।অথচ সরকারের আধূনিক শিক্ষা বান্ধব পরিবেশ থেকে বঞ্চিত প্রতিষ্ঠানটি।ভবন সংকটের কারনে শিক্ষা র্থীদের পাঠদানে অসুবিধা দীর্ঘদিন ধরে।মাদ্রাসাটি কামিল ও অনার্স ক্লাশের অনুমোদন পেলেও ভবন ও শ্রেণী কক্ষের অভাবে ক্লাশ শুরু করা যাচ্ছে না।
মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী জানান,দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ও মাদ্রাসাটির জন্য একটি ভবন পাইনি। শিক্ষার্থীদের নিয়ে আমরা অসুবিধায় আছি। একটি ৪ তলা ভবন নির্মাণ করা গেলে শ্রেণী কক্ষের অভাব দূর হতো, এবং শিক্ষার্থীদের পাঠদান সহজ হতো।