প্রথম বাংলা – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয় ন্তী উপলক্ষে স্বাধীনতা সাহিত্য পরিষদ এর বিশেষ প্রকাশনায় উদ্ধোধক স্বাধীনতা সাহিত্য পরিষদ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ আজিজ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র মহানগর আওয়ামীলীগ সভাপতি ইকরামুল হক টিটু।
মেয়র বলেন বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায়না। জাতীর পিতা স্বাধীনতা এনেদিয়েছেন বলেই আজ আমরা সকলেই স্বাধীনভাবে কথা বলতে পারছি,এই বাংলাভাষার জন্যও আমাদের রক্তদিতে হয়েছে।আজ আওয়ামীলীগ সরকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্র হিসাবে পরিচিত করেছেন।বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে ভাবতেন।এই আজকে শত কবির শত কাব্যে বঙ্গবন্ধুর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সকল কবিকে স্বাগত জানান মেয়র।
স্বাধীনতা সাহিত্য পরিষদ সভাপতি ডা: এইচ এ গোলন্দাজ তারার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক স্বাধীনতা সাহিত পরিষদ সাধারন সম্পাদক কবি মোহান্মদ জাফর সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক ডা: হরি শংকর দাশ, কবি মাহমুদ আল মামুন, সাখাওয়াত হোসেন নিরু, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন জিয়া।
শুক্রবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নগরের সালতানাত রেস্টুরেন্টে শত কবির শত কাব্যে বঙ্গবন্ধু গ্রন্হের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি জাফর সাদেক।