শুভ চৌধুরী – যথাযথ মর্যাদা,বিনম্র শ্রদ্ধা আনন্দ-উদ্বেলের মধ্যদিয়ে উদযাপিত হলো বিজয় দিবস। লাখো শহীদ স্মরণে হাতে লাল সবুজের পতাকা আর রং-বেরঙের ফুল,হৃদয় নিংরানো গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে লাখো মানুষের ঢল নেমেছি লো বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। যাদের রক্তের বিনিময়ে ২২ বছর পাকিস্তানি শাসনের অব সান ঘটেছিল, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। বিজয়ের এই দিনে দেশের সূর্য্য সন্তান দের স্মরণ করছে জাতি। ১৬ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টায় বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা পরিবা রের পক্ষথেকে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনা রে ফুল দিয়ে সেই মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’র আহবায়ক,নূর উদ্দিন খন্দকার স্বপন। কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইকরামুল হক। কুয়েত শাখার সভাপতি,জামিল সোলেমান। সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক,মাহবুব আলম। কাতার শাখার অর্থ বিষয়ক সম্পাদক,মোফাজ্জল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপ জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার,সহসভাপতি মোঃ জাহা ঙ্গীর আলম,প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দীন, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ। এদিন বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছর আর্থসামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের জন্য বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থা কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।