মো আব্দুল্লাহ আল আনন্দ(ক্রিয়া প্রতিনিধি) –
বাংলাদেশের বিপক্ষে ৩টি ওডিআই ও ৩টি টি-২০ ম্যাচ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোড (ইসিবি) চলতি মাসে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। টি-২০ সিরিজ দিয়ে তাদের সফর শেষ হবে ১৪ মার্চ।পিএসএল ও ইনজুরি কার নে দলের সাথে নেই অনেক নিয়মিত ক্রিকেটার বাংলাদেশ সফরে দুই ফরম্যাটে ইংলিশদের নেতৃত্ব দেবেন জস বাটলার।
এক নজরে দেখে নিন দল ওয়ানডে দল: জস বাট লার (অধিনায়ক),টম অ্যাবেল,রেহান আহমেদ, মঈন আলী,জফরা আর্চার,স্যাম কারান,সাকিব মাহমুদ,আদিল রশিদ,জেসন রয়,ফিল সল্ট,রিস টপলি,জেমস ভিন্স,ক্রিস ওকস,মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল- জস বাটলার (অধিনা য়ক),টম অ্যাবেল,রেহান আহমেদ,মঈন আলী, জফ রা আর্চার,স্যাম কারান,বেন ডাকেট,উইল জ্যাকস, ক্রিস জর্দান,ডেভিড মালান,আদিল রশিদ,ফিল সল্ট,রিস টপলি,ক্রিস ওকস এবং মার্ক উড