October 16, 2024, 7:32 am
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার মসিকের ভাষা সৈনিক আব্দুল মতিন পাঠাগার উদ্বোধন সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন ২ দিনের রিমান্ডে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান অদৃশ্য শক্তির কারণে বহাল তবিয়তে রেলের দূর্নীতিবাজ ১০ কর্মকর্তা, নীরব রেল প্রশাসন ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিলো ‘শৈল্পিক স্বপ্ন’ তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে ও তায়কোয়ানডোতে আবারো চ্যাম্পিয়ন ডিএমপি

Reporter Name

 

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশ জুডো,কারাতে,তায়কো য়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ ২০২৩ তে সকল ইভেন্টে আবারো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি এমপি)।মোট ৭২টি পদকের মধ্যে ২৫টি পদক জিতে প্রথ ম স্থান অর্জন করে ডিএমপি। ২৫টি পদকের মধ্যে ১১টি স্বর্ণ, ০৬টি রৌপ্য ও ০৮টি তাম্র পদক পায় ডিএমপি।

জুডো ও তায়কোয়ানডোতে দলগত রানার আপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ১৪টি পদক অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে এপিবিএন। অপরদিকে কারাতে প্রতিযোগিতায় দলগত রানার আপ হয়েছে চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ (সিএমপি)। ১৩টি পদক জিতে টূর্ণামেন্টে তৃতীয় হয়েছে সিএমপি।

বাংলাদেশ পুলিশের মোট ১৫টি ইউনিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ইউনিটগুলো হচ্ছে-ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি),আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন),রাজশাহী রেঞ্জ পুলিশ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি),রংপুর রেঞ্জ পুলিশ,ময়মনসিংহ রেঞ্জ পুলিশ,খুলনা রেঞ্জ পুলিশ,চট্টগ্রাম রেঞ্জ পুলিশ,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি),সিলেট রেঞ্জ পুলিশ, বরিশাল রেঞ্জ পুলিশ,শিল্প পুলিশ,বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি),স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ঢাকা রেঞ্জ পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে চূড়ান্ত প্রতিযোগিতাঅনুষ্ঠি ত হয়।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলে ন মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম অতিরি ক্ত আইজিপি নৌ পুলিশ ও সভাপতি বাংলাদেশ পুলিশ জুডো কারাতে তায়কোয়ানডো ও উশু ক্লাব।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন। টূর্ণামেন্ট আয়োজন করে বাংলাদেশ পুলিশ জুডো কারাতে তায়কোয়ানডো ও উশু ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ শফিকু ল ইসলাম বলেন- আইন-শৃঙ্খলা রক্ষার জন্য দিন-রাত কঠোর পরিশ্রমের পাশাপাশি খেলাধুলায়ও পিছিয়ে নেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। খেলাধুলায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে এ বাহিনীর সদস্যরা। এ ধারা অব্যাহত রাখতে হবে। মনোযোগ দিয়ে খেলাধুলায় অনুশীলন করতে হবে। জুডো,কারাতে,তায় কোয়ানডো ও উশু এই খেলাগুলো ক্রিকেট ও ফুটবলের মত প্রচলিত খেলা নয়,এই অপ্রচলিত খেলাগুলো ভালোভা বে অনুশীলন করে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম তুলে ধরতে হবে।বাংলাদেশ পুলিশের খেলোয়াড় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে।

তিনটি ইভেন্টে ডিএমপি চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। পরবর্তীতে আরো ভালো খেলা উপহার দেবে খেলোয়াড়রা এই প্রত্যাশা করেন।সবশেষে বিজয়ী ও বিজেতা উভয়কেই ধন্যবাদ ও শুভেচ্ছা জানান অতিরিক্ত আইজিপি। জাতীয়ভাবে পুলিশের সম্মান আরো বৃদ্ধি করতে পেশাদারিত্বের সাথে সকল খেলোয়াড়দের খেলার আহবান জানান তিনি।এছাড়াও,সিআইডির অতিরি ক্ত ডিআইজি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশজুডো কারাতে তায়কোয়ানডো ও উশু ক্লাব সৈয়দা জান্নাত আরা,

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লো মেটিক সিকিউরিটি), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশ নার (পিওএম) হামিদা পারভীন পিপিএম-সেবা,যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম পিপি এম-বার, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফো র্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা সহ ডি এমপি ও পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page