নিজস্ব প্রতিবেদন
শরণখোলা বাংলাবাজার এলাকায় মানসিক প্রতিবন্ধির ঘরের পানির পাইপ লাইন শাহীন মুন্সী নামে এক বেপরোয়া সন্ত্রাসী মাটির নিচ থেকে উঠিয়ে পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়।ঐ প্রতিবন্ধীর ঘরে থাকা তার পুত্র বধূ ও ছোট ছোট ৩ শিশু কে উত্যক্ত ও অশ্লীল ভাষায় গালাগালি এবং ভিবিন্ন প্রকার ভয় ভিতি ও হুমকি দিয়ে অসছে এ ব্য পারে এলাকার গন্য মান্য ব্যক্তি ও ইউপি সদস্যকে জানা লে শাহীন মুন্সী বেপরোয়া উচ্ছৃঙ্খল জঙ্গি টাইপের সন্ত্রাসী হওয়ায় প্রণ নাশের ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না নিরুপায় হইয়া
এ বিষয় ভূক্তভোগী শরনখো লা উপজেলা নির্বাহীঅফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মহোদয়কে জানালে তিনি ভূক্তভোগী পরিবারকে শরণখোলা থা নায় অভিযোগ দেয়ার নির্দেশ দেন,এবং অফিসার ইনচার্জ ইকরাম হোসেন শরণখোলা বরাবর অভিযোগ দিলে।তদন্ত কারী অফিসার সরেজমিনে একাধিকবার গিয়ে এলাকাবাসী সহ সন্ত্রাসী শাহীন মুন্সীকে বহু বার অনুরোধ করেও কোনো সমাধান করতে পারেনি।
পুলিশের সাথে ভিবিন্ন ধরনের টালবাহানা ও উত্তেজনাসৃষ্টি করেন এ বিষয়ে শাহীনের বড় বোন ছবি বেগমের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার ভাই খুব বেপরোয়া আমরা তাকে কোনো অনুরোধ করলে তিনি আমাদের উপর খেপে যাবে আর এলাকাবাসী তো দূরের কথা তিনি পানির পাইপ লাইন কিছুতে ঠিক করতে দিবেনা,
অভিযোগের ব্যপারে যানতে চাইলে অফিসার ইনচার্জ শর নখোলা বলেন এ ব্যপারে সমাধানের জন্য আমরা খুবচেষ্টা করেছি শাহীন মুন্সী পুলিশের কোনো কথা বা অনুরোধ আইন কানুন কিছুই মানেনা তিনি ভূক্তভোগীকে বলেন আপনারা দুই এক জন সাক্ষী নিয়ে থানায় আসেন আমি মামলা করে আদালতে পাঠিয়ে দিব,
ভূক্তভোগী জেসমিন বেগম বলেন ঐ জঙ্গি সন্ত্রাসীর বিরু দ্ধে কোনো ব্যক্তি সাক্ষী দিবেনা এই বাড়িরর সবাই তাদের নির্যাতন নিপীড়নের শিকার তারা কথায় কথায় মানুষকে হাত পা ভাঙ্গার ও কুপিয়ে হত্যা করার হুমকি দেয় এবং মারধর করে।বহু মানুষের হাত পা ভেঙ্গেছে তারা আমার মানসিক প্রতিবন্ধী কুরআনের হাফেজ শাশুড়িকে পানিতে চুবিয়ে বহু বার মারধর করেছে আমাদের জীবনের কোনো ই নিরাপত্তা নাই।
মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সরকার প্রশাসন,জনপ্রতিনিধি কাছে আমার আকুল আবেদন আমি যেন আমার মানসিক প্রতিবন্ধী শাশুড়ি ও আমার তিন শিশু সন্তান নিয়ে নির্ভয় নিরাপদে বসবাস করতে পারি।তাহার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি আমার ঘরের পানির লাইন বন্ধ করে দিয়েছে।সন্ত্রাসী জঙ্গি শাহীন মুন্সী,আমাদের পানির অভাবে অনেক কষ্ট হয় আমাদের ব্যবহারে পানি ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে রেখে অনেক দূর থেকে আনতে হয় যে কোনো সময় একটা দুঘটনা পারে।