চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিআরটিএ’তে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালালদের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন
চট্টগ্রাম বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালাল প্রতাত্মাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যেগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো ইউছুফ এর সভাপতিত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল আজিজের সষ্ণালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ অটোরিকশ শ্রমিক লীগের সাবেক সভাপতি মো ফোরকান, শ্রমিক লীগ নেতা আহম্মদ উল্ল্যাহ্, মো কামাল উদ্দীন, মো বাদশা। বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুল মতিন, মো. মোশাররফ হোসেন, মো সাইফুল ইসলাম, মো ছবুর, মো রাসেল, মো আব্বাস প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কথিত শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।
বক্তারা বলেন, মামলাবাজ নজরুল ইসলাম খোকন জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তিনি শ্রমিকলীগ পরিচয় দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তার সঙ্গে হাত মিলিয়েছেন স্বঘোষিত শ্রমিক লীগের সভাপতি দাবিদার হাবিবুর রহমান হাবিব গং। অথচ এরা শ্রমিক লীগের কেউ নন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্ত্বাধীন বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও শ্রমিক লীগের নাম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরিপন্থী ধান্ধাবাজ প্রকৃতির এসব ব্যক্তির নেতৃত্বে বহিরাগত অনুপ্রবেশকারীরা জাতীয় নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অবস্থানকারীদের পক্ষ নিয়েছে। অটোরিকশা শ্রমিক লীগ নেতার মুখোশধারী শীর্ষ চাঁদাবাজ বিআরটিএ-এর দালাল খ্যাত মামলাবাজ খোকন তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষে সংগঠনের প্রকৃত শ্রমিক লীগের ত্যাগী নেতাদের নামে-বেনামে মামলা দিয়ে হয়রানী করছে। তার সহযোগী সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানার ঝুলিয়ে বেআইনিভাবে ভারপ্রাপ্ত সভাপতির পদ ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসেই সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বিশেষ ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে তারা।
অচিরেই এদের সাংগঠনিক অবস্থান এবং অনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একইসাথে চিহ্নিত দূর্বৃত্তদের বিরুদ্ধে শ্রমিক লীগের বিতর্কিত কর্মকান্ডের দায়ে সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতিও আবেদন জানানো হয়। অন্যথায় নগর অঞ্চলের সর্বস্তরের শ্রমিক জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগ ব্যানার ব্যবহাকারী ভূয়াদের বিতাড়িত করা হবে।
মানববন্ধন শেষে কয়েকশ শ্রমিক চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।