প্রথম বাংলা – বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ময়মন সিংহ ত্রিশাল কর্তৃক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দুটি পাওয়ার ট্রাস্টফরমার স্হাপন এর উদ্যো গ নেওয়া হয়।ইতিমধ্যে একটি পাওয়ার ট্রাস্টফর মার স্হাপন করেছে পিডিবি ত্রিশাল।
আরেকটি দূততম সময়ে স্হাপন করা হবে জানিয়ে ছেন নির্বাহী প্রকৌশলী মোঃ রুবেল আহমেদ।পাওয়া র ট্রাস্টফরমার এর ফলে উপজেলার পিডিবির গ্রাহ কগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে।এতে কৃষক গণ উপকার পাবে।খোঁজ নিয়ে জানা যায় বেড়েছে গ্রাহক সেবার মান।