বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল রানা (৩৮) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২০ই ডিসেম্বর) সকা ল সাড়ে ১১টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই তবিবর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভি যান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করেন।
আটককৃত পলাতক আসামী বিরামপুর উপজেলার চতুরপুর গ্রামের ফিরোজ খানের ছেলে সোহেল রানা চুরির মামলার আসামি। জিআর ৩৮/১৭ (পাঁচ বিবি) সংক্রান্তে চুরির মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন,গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।