প্রথম বাংলা – গাজীপুর মহানগর এলাকায় একটি অসাধু চক্র কৌশলে বিলুপ্ত প্রায় বন্য প্রাণী তক্ষক পাচার করে থাকে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলি শ জানতে পারে। তথ্য বিশ্লেষন করে গত ২০/১২ /২০২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময়
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম এর নেতৃত্বে এসআই/মোঃ সাখা ওয়াত হোসেন এর সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযা নিক দল বাসন থানাধীন আউটপাড়া এলাকায় অব স্থান করে। বেলা ১১.৫০ ঘটিকার সময় বাসন থানা ধীন আউটপাড়া এলাকার সিদ্দিক হাজীর মালিকা নাধীন জনৈক রফিক এর ফার্নিচারের দোকানের
সামনে থেকে ০১ (এক) টি তক্ষকসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (৫৩) ২। মোঃ ইদ্রিস আলী (৪৮) ৩। মোঃ শাহিন আলম (৪২) গ্রেফতার করে। তক্ষক পাচারকারী চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে বাসন থানায় মামলা রুজু করা হয়েছে।