মো আব্দুল্লাহ আল আনন্দ ক্রিয়া (প্রতিনিধি) –
আর মাত্র কয়েক দিন এর পর বেজে উঠবে (দ্য গ্রে টেস্ট শো অন আর্থ) ফিফা ২০২২ কাতার বিশ্বকা পের বাজনা। মিশন শুরু করার আগে আগামী ১৬-ই নভেম্বর রোজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডি য়ামে আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যা চ খেলবে আর্জেন্টিনা। এরপর আগামী (২২-শে) নভেম্বর বিকাল চারটায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ২০২২ কাতার বিশ্বকাপের যাত্রা, গ্রুপ পর্বে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকো এবং পোল্যান্ড।
আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালো নির হাতে গড়া তরুণ্যে ভরা প্রিয় দল আর্জেন্টিনা সকল প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজি ত তার হাতে গড়া দল।
সেইসাথে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কো পা আমেরিকা জয় এবং ইতালির মতো শক্তিশালী দলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি জয়ে র সুঃস্মৃতি নিয়ে ফুটবল রাজপুত্র লিও মেসির অধ রা সোনালী ট্রফিটা জয়ের যুদ্ধে মরুর বুকে পা রাখ বে আলবিসেলেস্তে বাহিনীরা।
আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির হাতে গড়া তরুণ্যভরা আর্জেন্টিনা,