February 12, 2025, 11:29 pm
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভরপাশার বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার আসর প্রশাসন নিরব

Reporter Name

নিজস্ব প্রতিনিধি :- বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা।

ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন জুয়ার আড্ডায়। ভয়ঙ্কর বিষয় হলো জুয়ায় আড্ডায় স্কুল পড়ুয়া কিশোর ‘রাও আসে। আবার জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন, ঝামেলা সৃষ্টি হয় জুয়াড়িদের মধ্যে টাকা পয়সা নিয়েও। জুয়াড়িদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে এলাকা বাসীদের। প্রতিবাদ করেও মিলছে না কোনো প্রতিকার তবে প্রশাসন চোখ ফাঁকি দিয়ে জুয়া ও মাদক সিন্ডিকেট হয়ে উঠছে ভয়ংকর।

অনুসন্ধানে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশার ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিরাতেই বসে জুয়ার আসর। ঘর-বাড়ি ছাড়াও হাওরে জমে জুয়ার আড্ডা তবে এর মধ্যে সবচেয়ে বেশি জুয়ায় আসক্ত স্থানগুলো দুধল মৌ আহমাদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন, লেবুখালী ক্যান্টরমেন্ট এর উওর পাশে খলিফা বাড়ির সামনে,১ নং ওয়ার্ডের রিয়াদ মেম্বারের বাড়ির সামনে (আমড়া তলা),নতুনবাজার, সংলগ্ন সহ এলাকায় বেশ কয়েকটি স্থানের প্রতিদিন সন্ধ্যার পরে দেখা মিলে জুয়ার আসর বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, উপজেলার প্রতিটি ইউনিয়নকে জুয়া ও মাদকের অভয়ারণ্য বলে থাকেন। এই উপজেলার অধিকাংশ গ্রামেই বসে জুয়ার আসর। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় জুয়া ও মাদকের সয়লাব হ্রাস পেলেও এখনও অনেক স্থানে নিরাপদেই চলে জুয়ার।

জানা গেছে, উপজেলার প্রতিটি জুয়ার আসরেই বিভিন্ন স্থান থেকে যুবক থেকে শুরু করে মধ্য বয়সীরা পর্যন্ত অংশগ্রহণ করেন। যাদের মধ্যে বেশিরভাগ রয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজসেবক। মধ্যবসয়ীদের থেকে শিক্ষা থেকে যুবক’রাও এখন আসক্ত হয়ে পড়ছে।

এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে। অনাগত ভবিষ্যৎ বিভিন্ন স্থান থেকে উঠে আসা যুবক ও তরুন’রা আসক্ত হয়ে পড়ছে জুয়া ও মাদকের দুনিয়ায়। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতে গিয়ে মা-বাবাকে নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই পর্যন্ত করছে এসব শিক্ষার্থীরা। আবার কেউ কেউ এনজিও থেকে ঋন নিয়ে বসে পড়েন জুয়ার আসরে তবে কখন দেখাও মিলে পরিবার অশান্তি বসবাস।

তবে এ’ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলন এর সাথে কথা হলে জানান, কোথায় কোনো জুয়ার আসর কিংবা মাদকদ্রব্যর সাথে যারা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে



Our Like Page
Developed by: BD IT HOST