খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিলো। উপজেলার পাইকেছছরা ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সাথে (৫) ফেব্রুয়ারি একি উপজেলা র তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির হযরত আলীর মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হয়।বিয়ে শেষে ওই রাতে ই আনুমানিক ১২ টার দিকে দুধ কুমার নদী (শহিদু লের ঘাট) নামক স্থানে নিখোজ হয় বরের ফুফাতো ভাই বাবুল (২২)।
ওই রাতেই দুধকুমার নদী পার হওয়ার সময় বাজি ধরে নিখোঁজ হওয়া বাবুল।সাঁতার কেটে নদী পার হবে মর্মে পাঁচশো টাকার মিষ্টি খাওয়ানোর কথা হয়।পরে মাঝ নদী থেকে ওপারে যাওয়ার জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে সাঁতার কাটা শুরু করে।কিছু দুর সাঁত রে যাওয়ার পর স্রোতের পানিতে তলিয়ে যায় বাবুল ডুবুরি দল অনেক খোঁজা খুঁজির পরেও বাবুলের কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ওই নদীতে সামাদের ঘাটে নিখোঁজ যুবক বাবুলের মরদেহ দেখ তে পায় স্থানীয়রা।পরে তাত্ক্ষণিক থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।বাবুল উপ জেলার পাইকেছছরা ইউনিয়নের মাওলানা পাড়ার আনিসের পুত্র।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এই ঘটনা সম্পর্কে বলেন মরদেহর প্রাথমিক সুরহাতাল রিপোর্ট ও একটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।