খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিপি ক্যাম এক হাজার ফিটের দক্ষিণে মেইন রোডের পাশে প্রতিদিন ড্রাম ট্রাক দিয়ে একটি মালিকানা বড় পুকুর বালু দিয়ে ভরাট করছে।সেই বালু বোঝাই ড্রাম ট্রাকটি পুকুরের উপরের সরকারি রাস্তাটি ভেঙে ফেলে দুমরে মুছরে দিচ্ছে।এতে করে জনসাধারণের চলাচল দুর্ভোগে পড়েছে এবং এক্সিডেন্টের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে।
উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে দুর্ভোগ কমাবে এরকমি আশা করছেন স্থানীয়রা।