পিরোজপুর জেলা প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার
পিরোজপুরের মঠবাড়িয়ায় চা- সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ী ফারুকের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোঃ ফারুক ভূঁইয়া মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত নূর ভূইয়ার ছেলে।
সাপলেজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্পের পূর্বপাশে তার নিজের একটি চায়ের দোকান ঘর আছে, উক্ত দোকানের ব্যবসা দিয়ে কোনরকম তার পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন,নিহত ফারুক ভুঁইয়ার স্ত্রী জানান, বখাটেরা সবাই একই এলাকার লোক তারা বিভিন্ন সময় ফারুক ভূইয়ার দোকান থেকে চা ও সিগারেট পান করে আসছেন, ফারুক ভূঁইয়া বখাটেদের নিকট প্রায় ১৪০০ টাকা পাওনা থাকে, ঘটনার দিন ৩১/৫/২৪ ইং তারিখ রাত আনুমানিক ১১ টা ঘটিকায় ফারুখ ভূইয়ার চায়ের দোকান ঘর বন্ধ করার জন্য প্রস্তুতি নেয়, এবং দোকানের কাঠের ঝাপ ফেলার জন্য দোকান ঘরের বাহিরে রাস্তার উপর নামে, এমন সময় শাওন হাওলাদার (২৫)পিং এমাদুল হাওলাদার, শাহিন শাকিল (১৯) পিং মোঃ বাদল ও সুমন (২০) পিং মৃত মোঃ জাফর মোল্লা গং দোকানদার ফারুক ভূইয়ার দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর এসে তার নিকট বাকিতে সিগারেট চায়, এ সময় ফারুক ভূঁইয়া তাদের নিকট পূর্বের পাওনা ঢাকা চাহিলে, শাওন হাওলাদার ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লোহার রড দিয়ে নিহত ফারুক ভূইয়াকে আঘাত করে, আঘাতে ফারুক ভূইয়ার বাম পায়ের গোড়ালির উপর লেগে গুরুতর রক্তাক্ত ও ফাটা জখম হয়। সুমন তার হাতে থাকা লাঠি দিয়ে ফারুক ভূইয়াকে আঘাত করে আঘাতে তার পেটের বাম পাশে লেগে নীলা ফুলা জখম হয়। ফারুক ভুইয়া মাটিতে পরে গেলে সকল বখাটেরা তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে মারতে থাকে, দোকানদার ফারুক ভূইয়ার ডাক চিৎকারে আশেপাশে থাকা লোকজন এসে বখাটেদের হাত থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন, এবং অবস্থা গুরুতর হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রেফার্ড করেন।
এই ব্যাপারে ফারুক ভূঁইয়ার স্ত্রী রিজিয়া বেগম (৫২) বাদী হয়ে ৪/৬/২৪ ইং তারিখ মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং ৫/১৫২ ফারুক ভূঁইয়া বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মৃত্যুবরণ করেন।
মাঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী ফারুক ভূইয়ার উপর হামলার ঘটনায়, তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় যে মামলা দায়ের করেছেন, ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।