প্রথম বাংলা – ময়মনসিংহ সদর পরানগঞ্জ ইউনিয় নের সানাদিয়া গ্রামে আব্দুল হামিদ হবি ও বজলুল হক মেম্বারের বিরুদ্ধে জনতার হাতে ধৃত কথিত ডাকাত ইসমাইলকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।উল্লেখ্য ডাকাত ইসমাইল রহিম উদ্দিনকে ডাকাতির সঙ্গী করার জন্য প্রস্তাব দিলে রহিম উদ্দিনের ডাক চিৎকারে আশপাশের লোক তাকে আটকিয়ে রাখে।খবর পেয়ে স্হানীয় ইউপি মেম্বার এসে ডাকাত ইসমাইলকে ছেড়ে দেয়।
ঘটনাস্হলে উপস্হিত একাদিক ব্যাক্তি ডাকাতের স্হিরচিত্র ভিডিও করে রাখে ধারনকৃত স্হিরচিত্র ভিডিও কোতোয়ালী থানায় দেওয়া হয়েছে। এরই পরিপেক্ষিতে এসআই আনিসুর রহমানকে ঘটনা স্হলে পাঠানো হয়। ঘটনাস্হল পরিদর্শন করেন এসআই আনিসুর রহমান। তিনি বলেন পরানগঞ্জ দায়িত্বে নিয়োজিত বিট পুলিশ অফিসার কে নিয়ে তদন্তকরে কার্য্যক্রম গ্রহন করবেন। অভিযুক্ত দুই ইউপি মেম্বারকে জিজ্ঞাসা করা হলে তারা সুস্পর্ট বক্তব্য না দিয়ে ঘটনাটি এরিয়ে যান।
রহিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ডাকাত ইসমাইল কে আটক করা হলে স্হানীয় এলাকাবাসী ফজলু,নবী,হাসেন,ইয়াছিনসহ শতশত লোক ছুটে আসেন।শতশত লোকের সামনে দুইজন ইউপি মেম্বার ডাকাতকে তাদের সাথে নিয়ে যায়।পরে শুনতে পান ডাকাতকে ছেড়ে দেওয়া হয়েছে শুনেছি পুলিশ পরানগঞ্জ এসে দুই মেম্বার সাথে কথা বলে চলে গেছেন।ইউপি মেম্বার দু’জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কে পাওয়া যায়নি।