প্রথম বাংলা – ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগে র অধিনে ময়মনসিংহ – টাংগাইল মহাসড়ক প্রসস্হ করন কাজে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজা র সংলগ্ন রাস্তায় নিম্ন মানের ইট দিয়ে কাজ করা হচ্ছে।৭ ফেব্রুয়ারী সরেজমিন গিয়ে দেখা
যায় নিম্ন মানের ইট, পুরাতন রাস্তার মালামাল দিয়ে সড়ক প্রশস্ত কাজ করা হচ্ছে।রাস্তার দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী ও উপ বিভাগীয় প্রকৌশলী কে দেখা যায় নি।
অপরদিকে ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক এর দিগা রকান্দা বাইপাস সড়ক নির্মান কাজে নিম্ন মানের উপকরণ ব্যবহার করে রাস্তা মেরামত এর কাজ করা হচ্ছে।এ ব্যাপারে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মতামত জানতে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি।