January 25, 2025, 4:45 pm
শিরোনামঃ
বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই ৫ আগষ্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে” বললেন আসাদুজ্জামান কামাল ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, নজীরবিহীন বন উজাড় নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহাত্মাগান্ধী পীস অ্যাওয়ার্ড’২৩ এ ভূষিত হলো চান্দখালী ব্লাড ফাউন্ডেশন

Reporter Name

মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার মাটিতে মহাত্মাগান্ধী পীস অ্যাওয়ার্ড ২০২৩ইং’এ ভূষিত হলো চান্দখালী ব্লাড ফাউন্ডেশন (সিবিএফ)গতকাল ২৮ শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৪ টায় কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড ২০২২ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।(সিবিএফ) সংগঠনে র প্রতিনিধি হিসেবে কলকাতায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক এনামুল হক নবীন। এ সময় সম্মাননা স্মারক হিসেবে তাকে উত্তরণ পড়িয়ে দিয়েছেন ও অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন স্নেহাশিস সুর,প্রেসিডেন্ট, কলকাতা প্রেস ক্লাব। এ সময় আরো উপস্থিত ছিলে ন সায়েম সোবহান আনভির,ভাইস চেয়ারম্যান,বসু ন্ধরা গ্রুপ বাংলাদেশ।মমতা ঘোষ,(সাবেক এমপি) বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায় কমিশনের প্রধান।দীপা দাস,কো-অর্ডিনেটর,সিপিডিআর কলকাতা ভারত।এম গোলাম ফারুক মজনু,সমন্বয়ক বাংলাদেশ, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট।আরো ভারত,বাংলাদেশ এর স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

এ সময় অতিথীরা বলেন,বাংলাদেশ থেকে করনাকা লীন সময়ে সিবিএফ সংগঠন যাত্রা শুরু করেন। এবং যে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে আমরা তাদের কর্মকান্ড দেখে সত্যিই মুগ্ধ। গ্রামগঞ্জে থেকে সারা বাংলাদেশব্যাপী যে কাজ করা যায়,তার অন্য তম এক নিদর্শন এই সিবিএফ পরিবার। তাদের কাজকে আরো বেগবান করতে ভারত বাংলাদেশ সম্প্রতি উৎসবে মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ডে সম্মা ননা দিতে পেরে আমরা ভারতবর্ষ মুগ্ধ।চান্দ খালী ব্লাড ফাউন্ডেশন (CBF) বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ উৎসব মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড এর আয়োজক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চান্দখালী ব্লাড ফাউন্ডেশন CBF বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ এ আর বাবু বলে ন,এই অর্জন আমাদের মানবিক কাজকে আরো বেগবান করবে।সংগঠনের সকল উপদেষ্টা পরিষদ সদস্য, আজীবন সমন্বয়ক সদস্য পরিষদ,সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য পরিষদ,স্বেচ্ছাসেবক সদস্য পরিষ দ,আজীবন রক্তদাতা সদস্য পরিষদ এবং সংগঠনে র সকল,শুভাকাঙ্ক্ষী আপনাদের উৎসাহ অনুপ্রের ণা সহযোগিতা এবং অসুস্থ মুমূর্ষ মানুষের দোয়ায়, আমাদের এই অর্জন,আমরা যেন অক্ষুন্ন রাখতে পারি এবং সামনের দিনগুলো আমরা যেন আরো ন্যায় নিষ্ঠার সাথে আর্তমানবতার সেবায় কাজ কর তে পারি। দেশবাসী সবাই দোয়া করবেন।অনুষ্ঠানটি আয়োজন করেছে- এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল।সহযোগিতায় ছিল- বসুন্ধরা গ্রুপ,বাংলাদেশ এবং গ্যালাক্সি হেল্পিং হ্যান্ড( রোটা রি) কোলকাতা।



Our Like Page
Developed by: BD IT HOST