মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ–
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁও সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গণমানুষের নেতা এরফান হোসেন দীপ এর স্নেহভাজন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কবির প্রধান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-‘ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির সেই বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর। পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই দেশ৷
তিনি বলেন- ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের বছরে নতুন করে উজ্জীবিত হয় সেই প্রথম বিজয়ের চেতনা।