বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে পরিবার কল্যাণ সহকারী পদে ভুয়া ঠিকানা দিয়ে চাকরি নেওয়া এবং চাকরি ‘বাঁচা তে’ওই প্রার্থী নতুন ঠিকানায় ঘর তৈরি করছেন এমন অভিযোগে তদন্ত কমিটি গঠন অত:পর সত্য তা যাচাইয়ে সরজমিনে এসে তদন্ত করেন অধিদপ্ত রের কর্মকর্তা। গত রোববার ও সোমবার (১১ ও ১২)
ডিসেম্বর পরিকল্পনা অধিদপ্তরের তদন্ত বোর্ডের আহ বায়ক ও পরিচালক (পরিকল্পনা) এবং লাইন ডাইরে ক্টর ( পিএমই) মোহা: সফিকুর রহমান সরেজমিন বরগুনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। জানা গেছে,গত ২২ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরি চালক ও বরগুনা জেলা প্রশাসকের কাছে জনবল নিয়োগের প্রকাশিত ফলাফল সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ একাধিক প্রার্থীর লিখিত অভিযোগ করে।
চাকুরি ঠেকাতে বৈধতা আদায়ের জন্য বর্তমানে ২/ ক ইউনিটে খাদিজা আক্তার তাঁর নানা মৃত আনো য়ার আলী মুসল্লীর সম্পত্তিতে নতুন ঠিকানায় ঘর উত্তোলণ করে। এ প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা ইউনিট সত্যতা যাচাইয়ে একটি তদন্ত বোর্ড গঠন করেন।পদটিতে ২০২১ সালের ১২ আগস্ট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিবার কল্যাণ সহকারী পদে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিট/ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। গত ৪ নভেম্বর লিখিত ও ৮ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।