নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড, পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের পরিচিতি, বরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করে।
ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুলিশ সুপার মহোদয় সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান। ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ পুলিশ সুপার মহোদয়কে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়সহ ময়মন সিংহের যে কোন থানায় বীর মুক্তিযোদ্ধাদের সেবা পেতে যেনে অপেক্ষা করতে না হয় তা তিনি নিশ্চিত করবেন বলে জানান।