কবিতা- মুজিব স্মরণে
কলমে- শফিকুল ইসলাম
মুজিব তুমি উনিশ শত বায়ান্নর
একাত্তরের স্বাধীনতা,
মুজিব তুমি মাটি মানুষের
দৃঢ় মানবতা।
তোমার শোকে মাতোয়ারা
পদ্মা মেঘনার স্রতোধারা,
ধিক্কার জানাই বিস্বাস ঘাতকদের নৃশংস হত্যা করলো যারা।
ভাগ্যের নির্মম পরিহাস
কন্যাদ্বয়ের জার্মানিতে বাস,
মুজিব তোমার স্বপ্ন পুরনে
অদম্য উচ্ছাস।
মুজিব অমর অবিস্মরণীয়
তোমার আদর্শ করি লালন,
শহীদের আত্নার শান্তি কামনায়
বিনম্র শ্রদ্ধায় শোক দিবস করি পালন।