January 20, 2025, 12:03 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেলান্দহে দক্ষিণ মহিরাম কুল মরগাঙ্গি বিল থেকে নাজমুল (১৫)নামে এক যুবকের মরাদেহ উদ্ধার

Reporter Name

রবিউল ইসলাম জামালপুর প্রতিনিধি।

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৭ নং চর বানী পাকুরিয়া ইউনিয়নের দক্ষিণ মহিরাম কুলের মরর্গাঙ্গী বিল থেকে নাজমুল ১৫ নামের এক যুবকে র মরা দেহ উদ্ধার করেছে পুলিশ,নাজমুলের পরিবা র ও স্বজনদের কাছে জানাজা,শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে রিজার্ভ ভাড়া নিয়ে যাবে বলে জানিয়েছে বাবা-মাকে,রাতে যখন নাজমুল অটো নিয়ে বাড়িতে না ফিরে তখন খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজা খুঁজি করেও পাইনি নাজমুলকে,সকাল বেলা বিভিন্ন লোকজনের খবরা খবরে জানতে পায় নাজমুলের বাবা পরিবার ও স্বজনরা ঘুষের পাড়া ইউনিয়নের বাগবাড়ি হাই স্কুলের সামনে সুরুজ্জামানের পুকুরে অটো বাইকটি পড়ে থাকে ব্যাটারি বিহীন,তাৎক্ষণি ক নাজমুলের বাবা বাগ বাড়িতে এসে সুরুজ্জামানে র পুকুর পাড়ে দেখা অটো বাইক পড়ে আছে শনাক্ত করলেন অটো বাইকটি নাজমুলের,কিন্তু নাজমুল কোথায় নাজমুল কে পাচ্ছিনা,হাউমাউ করে কান্না কাটি শুরু করে,কিছুক্ষণ পরেই খবর পায় গাঙ্গিনা বিলে পানার নিচে লাশ পড়ে আছে,

এ বিষয়ে মেলান্দহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসা র ইনচার্জ দেলোয়ার হোসেন কে জানানো হলে তাৎ ক্ষণিক এসআই প্রভাষ সহ সহ-সঙ্গী ফোর্স হাফিজুর ইসলামকে তদন্ত করার জন্য পাঠিয়ে দেন তারা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে অটো উদ্ধার করে,এদিকে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন উপস্থিত হন,একটু পরেই খবর পাওয়া যায় মর গান্ধী বিলে পানার নিচে,তাৎ ক্ষণিক সেখানে পুলিশ গিয়ে অটো চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান,এদিকে তাৎক্ষণিক পুলিশ গ্রেপ্তার করেছেন আমিনুল ইসলাম (৩০ )কে সহযোগী আসামি শনাক্ত ,গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার ঘুষের পাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে,বাকি আসামী গ্রেপ্তার অব্যাহত আছে,বিষয় টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা অফিসার ইনচা র্জ(ওসি) মোঃ দেলোয়ার হোসেন।



Our Like Page
Developed by: BD IT HOST