June 21, 2025, 4:50 am
শিরোনামঃ
যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান সারাদেশে আটক ৪০৮ উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার শাহজাদপুরে ফল মেলা ২০২৫ শুরু: দেশি ফলের গুরুত্বে সচেতনতামূলক আয়োজন ডিবির অভিযানে ময়মনসিংহে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার শাহজালালে আমদানি নিষিদ্ধ গৌরী ক্রীম আটক চকরিয়া থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আটক, প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে, গুলি করার পরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে হবে- ইউএনও আরিফুল ইসলাম
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেহেন্দিগঞ্জে ফেরী করে মাছ বিক্রেতা রাজাকার হারুন মোল্লা নৌকার মাঝি হয়ে  এখন কোটিপতি

Reporter Name

বিশেষ প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার নির্দে শে গঠিত তদন্ত টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশ না শর্তে সুত্রটি জানায়,শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় একই ক্লাশের ছাত্রী কাদের মোল্লার মেয়ে জয়নব স্বামী( বর্তমানে) মাহেব বেপারীর সহিত প্রেম সম্পর্ক করতে মাষ্টার ইউনুস আলী মল্লিককে দিয়ে চিঠি লিখে প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জয়নবকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।এঘটনায় স্কুল থেকে টিসি দিয়ে হারুন মোল্লার ছাত্রত্ব বাতিল করা হয়। তারই  সৎভাই দিদারুল ইসলাম মোল্লার সঙ্গে জয়নবের সম্পর্ক ছিল এনিয়ে সৎভা ৎরা মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
রাগ করে মাকে নিয়ে নানা বাড়িতে চলে যান।অতঃপর:- রাজাকার দলের যোগসাজশে মুসলিম লীগের সভাপতি কাজী আলতাফ উদ্দিনের কুঃপরামর্শে  রাজাকার বাহিনীর নেতৃত্বে তার পিতা আঃ ওহেদ মোল্লার দুটি দ্বিতলা ঘর সহ ৬টি ঘর লুটপাট ও অগ্নিসংযোগ সংযোগ করে।সেই সময়ে পোড়া মোল্লা বাড়ি নামে পরিচিত লাভ করে। মুক্তি বাহিনী এই খবর পেয়ে শ্রীপুর এসে দুই রাজাকারের গলায় ফাঁস লাগিয়ে ইট ও পানির কলস বেঁধে কালাবদর নদীতে ফেলে মেরেছে।এরমধ্যে কাজী পরিবারের ইসহাক আলীর ছেলে নসু কাজীকে মুক্তিযোদ্ধা মেরেছে!
এরপর রাজাকাররা গ্রাম ছেড়ে পালিয়ে যায় হারুন মোল্লা ও পালিয়েছিল।জিয়া সরকার ক্ষমতায় আসার পর গ্রামে এসে জিয়া সরকারের আমলে গ্রাম সরকারের প্রধান হন।এছাড়াও নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ,লুটপাট ও অগ্নিসং যোগ,চুরি-ডাকাতি,রাহাজানি,দাঙ্গা-হামাঙ্গা,চাঁদাবাজি টে ন্ডারবাজি ও মারধর,অবৈধ সন্তান জন্মদান,বিবাহ বিচ্ছেদ, নারী ও শিশু পাচার,অস্ত্র-চোরাচালানী ব্যবসা,মাদকাসক্তি ও মাদক ব্যবসায়ী সহ প্রভৃতি অপরাধ জগতের মাফিয়া ডন অব টপটেয়র হারুন মোল্লা।
জিয়া সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য মইদুল ইসলামকে ধর্মের ভাই বানিয়ে জাতীয় পার্টির সভাপতি ছিলেন।৬ আগষ্ট ১৯৯১ সালের নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার মরহুম জননেতা মহিউদ্দিন আহমেদকে হত্যা উদ্দেশ্যে পাখির মতো গুলি করে (জাতীয় পার্টির সভাপতি ) হারুন মোল্লার নেতৃত্বে কতিপয় সাঈদী গ্রুপের সন্ত্রাসীরা ওইদিন কাজী পরিবারের সদস্যরাও দেশ ছেড়ে পালিয়ে বাঁচে!এরপর থেকেই হারুন মোল্লা মইদুল ইসলামের ধর্মের ভাই হিসেবে বিশ্বস্ততা অর্জন করে তার অনুসারী হয়ে যায়-
বিএনপির আমলে শহীদ খাঁর বাড়ির পিছনে জেলে বাড়ির বাগানে মাছা পেতে মাছ কিনে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে টাকা উপার্জন করতেন। জুয়া খেলা,মদ্যপান, নারীলোভী হিসেবে রাস্তার পাশে থাকা বিভিন্ন অসহায় পরিবারের ঘরে গিয়ে সময় কাটাতেন।
বিএনপির চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে বিজেপি মতিন গ্রুপের নেতা ছিলেন। ৩০ অক্টোবর ২০০৬ সালে মইদুল ইসলামের ধর্মের ভাই হিসেবে তার সাথে আওয়ামী লীগে যোগদান করেই আগের মতোই আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিল!
আলিমাবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০১০ সালের ৩০ অক্টোবর নির্বাচিত হয়েছেন।১৭ ডিসেম্বর ২০১০ সালে বর্তমানে মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটির সদস্য মেম্বার মাহমুদুল হাসান বেপারী সহ ১৭জন কে কুপিয়ে হত্যার চেষ্টায় জখম করেছে।আওয়ামীলীগের অফিসে থাকা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমা নের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও অগ্নি সংযোগ এবং লুটপাট করে তার অনুসারীরা! এঘটনায় বরি শাল পুলিশ সুপার অফিস স্মারক ৩০৬/ভি ২৭ ফেব্রুয়ারি ২০১১ সহ একাধিক অভিযোগ রয়েছে।
 বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবুল হোসাইন ক্ষমতা থাকাকালীন  আওয়ামী লীগ অফিস ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মাষ্টার সালাউদ্দিন মৃধা বাদী মামলার ৫নং আসামি হারুন মোল্লা।
তিনি স্বাধীনতার ৫১ বছরে বিভিন্ন দল ডিঙিয়ে কতিপয় অসাধু নেতাদের সঙ্গে আঁতাত করে সকল ক্ষমতাসীন দলের নেতৃত্ব ভাগিয়ে নিয়ে সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম করে শেখ বাহিনীর সন্ত্রাসীদের গডফাদার হিসেবে কাজ করছে। কোনো আইন কানুন তোয়াক্কা করছে না।সে যেন অঘোষিত সরকার! দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়!! অপরাধ জগতের মাফিয়া ডন বলে জানান বিভিন্ন সুত্র! তার সকল অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও তদন্ত আলোর মুখ দেখেনি!
বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথ  নির্বাচিত হওয়ার পর ১৯মার্চ ২০১৪ হারুন মোল্লাকে গনধোলাই দিয়ে হাত-পা ভেঙে এলাকা থেকে তাড়িয়ে দেয় এমপির নির্দেশে তার অনুসারীরা। সাড়ে তিন বছর বরিশালে নির্বাসিত জীবন-যাপন ১৩জুন ২০১৭ পংক জ নাথের পা ধরে ক্ষমা চেয়ে পুলিশের সহায়তায় গ্রামে ফিরেছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড হারুন মোল্লাকে মনোনয়নপত্র দিয়েছে।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপস্থিত সকল ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার রেখে নিজস্ব এজেন্ট দিয়ে নৌকায় শীল মেরে ব্যালট বাক্স ভরে জোর প্রতিনিধি বা চেয়ারম্যান নির্বাচিত হন। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হারুন মোল্লা জেলেদের চাল ৪৯লাখ টাকা বিক্রি করে শপথ অনুষ্ঠান খরচ দেখিয়েছেন। তিন মাসের কথিত সালিশীর নামে ৯৭টি বিবাহ বিচ্ছেদ করিয়ে হাতিয়ে নিয়েছে কোটি টাকা।
কালাবদর-তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজার থেকে প্রতিফুট বাবদ গড়ে ১টাকা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।ট্রেড লাইসেন্স ও জন্মনিবন্ধন এবং ট্যাক্স রশিদ দিয়ে ১০লাখ টাকা, মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৯২ পরিবারের থেকে গড়ে ৩০হাজার  টাকা করে ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শ্রীপুর চরের ১৫০১ দাগ(১শ ৮৬ একর), ১১৭২ ,১১০১(৯৬ একর) দাগ সরকারি খাসজমি প্লট আকারে বিক্রি করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বাহের চর,লড়াইপুর, ঘাগড়া টুমচর,ইলিশা-কোড়ালিয়া চরের খাসজমি মহলের নামে প্রতি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে–
বিধবা ভাতা,বয়স্কভাতা,প্রতিবন্ধী ভাতা,বিজিডির তালিকা অন্তর্ভূক্ত করতে গিয়ে সাড়ে চার হাজার টাকা করে নিয়ে ছে  মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা তালিকা অন্তর্ভূক্ত করতে গিয়ে ৩হাজার টাকা করে সহস্রাধিক পরিবারের টাকা নিয়েও নাম অন্তর্ভুক্ত করতে পারেনি!
নদী সিকস্তি হয়ে অসহায় হয়ে পড়ায় ছেলে-মেয়ে দুই সন্তানের নামে ২ ব্যান্ডেল(বান) টিন বরাদ্দ করা হয়। তবে হারুন মোল্লার ঘরের চালের সকল ঢেউটিন সরকারি নদী সিকস্তি অসহায় পরিবারের মাঝে বিতরণ না করেই আত্ম সাত করেছে। বাহের চর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যাল য়ের (হাজী বাড়ির দরজায় স্কুলের) এক একর জমির ২১ লাখ টাকার গাছ কেটে বিক্রি করে টাকা সরকারি কোষাগা রে জমা না দিয়ে আত্মসাত করেছে। নদী সিকস্তি সাড়ে সাত কিলোমিটার রাস্তার লাখো ইট বিক্রি করে। অবশিষ্ট ইট দিয়ে চেয়ারম্যান হারুন মোল্লার বাড়িঘর ও  কার্যালয় নির্মাণ করা হয়েছে। সরকারি খাসজমি জমি দখলের পর ৩টি মাছের ঘের ও তিন একর জমিতে বাড়িঘর ও পুকুর খনন করে।কাড়ি কাড়ি টাকার মালিক হয়েছেন।
চরবগী টু শ্রীপুর, শ্রীপুর টু গাগরিয়া খেয়া ঘাট লিজ দিয়ে প্রতিবছর ১০লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শ্রীপুর কিশোর গ্যাং গঠন করে সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম করছে। শ্রীপুর ইউনিয়নের সকল সুবিধাভোগী ভাতা ও সরকারি বরাদ্দ অধিকাংশ শ্রীপুর কিশোর গ্যাংয়ের মাধ্যমে ভাগ-বন্টন করে আত্মসাত করেছে। কোনো সভা ব্যতিত রেজু লেশন করে শ্রীপুর কিশোর গ্যাংয়ের মাধ্যমে মেম্বারদের অস্ত্রের মুখে জিম্মি করে রেজুলেশন বইয়ে স্বাক্ষর নিয়ে সরকারি বরাদ্দ আত্মসাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।ভিজিডি, ভিজিএফ’র চাল, জেলেদের নামে বরাদ্দের চাল অধিকাংশ বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে এসবের প্রতিবাদ করতে গিয়ে অনেক মেম্বার মারধরের শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন!
শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ১৬টি হত্যাকাণ্ড সহ ৬৮ অভিযোগে অভিযুক্ত ছিল। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ইয়াছিন সর্দারকে ইউপির কার্যালয়ে চাঁদার দাবিতে শিকলে বেঁধে অমানুষিক নির্যাতন করে ৪জানুয়ারি ২০১৮ হত্যা করছে। ৫ মে ২০২১ দেলো য়ার হোসেন দিলু হাওলাদারকে পিটিয়ে হত্যার হুকুমের আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! মেম্বার নোমান মোল্লাকে চাঁদার দাবিতে মারধর করা সহ শতাধিক ভূক্তভো গীর অভিযোগ রয়েছে।
ভূক্তভোগী একাধিকবার পরিবারের অভিযোগ ও স্হানীয় মেম্বার নোমান মোল্লা,মনিরুল ইসলাম পলাশ,মোতাহার জোমাদ্দার সহ অনেকেই সত্যতা স্বীকার করেছেন। তবে এবিষয়ে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে,এসব অভিযোগ সত্য নয়।এব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরনবী চৌধুরীর সাথে হোয়াটসঅ্যাপ ও ক্ষুদেবার্তায় যোগাযোগ করা হলেও  বক্তব্য পাওয়া যায়নি!
এবিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ উঠেছে,তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যা নের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।বরিশাল-৪ (মেহে ন্দিগঞ্জ, হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথ’র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি,সাংবাদিক দের ধন্যবাদ জানিয়ে বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আওয়ামীলী গের কেন্দ্রীয় কমিটির সাধারণ ও সড়ক পরিবহন-সেতুম ন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,অপরাধীদের আও য়ামীলীগে স্হান নেই। শ্রীপুর ইউনিয়নের কমিটি নেই। যেসব অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST