নিজস্ব প্রতিবেদক –
সড়ক দুর্ঘটনার মাঝে সব থেকে বেশি মোটরসাই কেল দুর্ঘটনা হয়ে থাকে এবং প্রাণহানির সংখ্যাও মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে সব চেয়ে বেশি। সেই বিষয়টিকে মাথায় রেখে যারা মোটরসাইকেল ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে অনুরোধ,আপনারা দয়া করে অত্যন্ত সতর্কতার সাথে মোটরসাইকেল চালাবেন। মনে রাখতে হবে,আপনি যদি পৃথিবীর একজন দক্ষ চালকও হয়ে থাকেন,সড়ক ব্যবহার করে এমন অন্যান্য যানবাহন চালক আপনার মত দক্ষ নাও হতে পারে। নানাবিধ অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং মর্মান্তিক প্রাণ হানির ঘটনা ঘটে থাকে।সে দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে অবশ্যই আপনি সতর্কতার সাথে মোটরসাই কেল চালাবেন। সেটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। পাশাপাশি অবশ্যই মোটরসাইকেল চালা নোর সময় হেলমেট ব্যবহার করবেন।আমরা ময়মন সিংহ রেঞ্জ পুলিশ হেলমেট বিহীন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এটি অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ৬,০০০/- (ছয়) হাজার টাকার পর্যন্ত জরিমা না হতে পারে। এই জরিমানা এড়ানোর জন্য এবং নিজেকে নিরাপদ রাখার জন্য অবশ্যই হেলমেট পরিধান করে সতর্কতার সাথে মোটরসাইকেল চালা বেন। মনে রাখতে হবে আপনার ঘরে কেউ না কেউ আপনার ফেরার অপেক্ষায় আছে।
আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলা দরকার, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে,মোটরসা ইকেল চুরি হয়ে থাকে,আমরা এ ধরনের সংবাদ পাওয়ার পর,এই সমস্ত মটরসাইকেল চোরদের গ্রেপ্তারের চেষ্টা করি অনেকক্ষেত্রে গ্রেপ্তার করা হয়, মটর সাইকেল উদ্ধার হয়। কোন কোন ক্ষেত্রে সেটি সম্ভব হয় না। সেই বিষয়টিকে মাথায় রেখে আপনা দের প্রতি অনুরোধ যে,বাজারে এখন অনেক স্বল্পদা মে ভেহিকল ট্র্যাকার পাওয়া যাচ্ছে। যেটি আপনি আপনার মটর সাইকেলে যদি সংযুক্ত করেন তাহলে কোন অবৈধ প্রক্রিয়ায় মোটরসাইকেলটি স্থানান্তরের চেষ্টা করলে সাথে সাথে আপনার মোবাইলে বার্তা চলে যাবে।
অর্থাৎ আপনার মোটরসাইকেলটি নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে। যেহেতু আপনি অনেক দাম দিয়ে একটি মোটরসাইকেল কিনেছেন অল্পকিছু টাকা দিয়ে আপনি যদি ভেহিকল ট্র্যাকার আপনার মটর সাইকেলে সংযুক্ত করেন; আমার মনে হয় তাহলে আপনার মটরসাইকেলটিকে আপনি নিরাপদ রাখতে পারেন। এই বিষয়টি বিবেচনা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি।আরেকটি বিষয় হচ্ছে যে, অনেকেই আপনাদের ব্যাক্তিগত প্রয়োজনে পুরানো মটরসাইকেল কিনে থাকেন এবং সে ক্ষেত্রে আপনারা অল্প দামে মটরসাইকেল কিনে থাকেন। এটি মাথায় রাখতে হবে যে,
অল্পদামে মটরসাইকেল যারা বিক্রি করে সে মটর সাইকেলে নিশ্চিয় কোন ধরনের সমস্যা আছে। কাজেই অল্প দামে মটরসাইকেল কেনার লোভে প্রতারিত হবেন না এবং এতে যেটি হতে পারে যে, যদি কোন চোরাই মটরসাইকেল আপনি কিনে থাকেন; তাহলে সে মটর সাইকেলটিও জব্দ হতে পারে এবং আপনি সেই চুরির মামলায় কোনভাবে সম্পৃক্ত হয়ে পড়তে পারেন। অতএব,অবশ্যই না জেনে কাগজ পত্র সঠিকভাবে না দেখে কোন মটর সাইকেল কিনে আইনি জঠিলতায় পড়তে যাবেন না।আপনাদের সবার প্রতি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে শুভ কামনা। ভাল থাকুন সবাই…