June 21, 2025, 4:21 am
শিরোনামঃ
যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান সারাদেশে আটক ৪০৮ উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার শাহজাদপুরে ফল মেলা ২০২৫ শুরু: দেশি ফলের গুরুত্বে সচেতনতামূলক আয়োজন ডিবির অভিযানে ময়মনসিংহে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার শাহজালালে আমদানি নিষিদ্ধ গৌরী ক্রীম আটক চকরিয়া থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আটক, প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে, গুলি করার পরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে হবে- ইউএনও আরিফুল ইসলাম
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীর বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, যে ধারায় যে অভিযোগ

Reporter Name

প্রথম বাংলা – রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গত ১৯ মে পুঠিয়ায় জনসমাবেশে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা হয়েছে।

আজ সোমবার রাজশাহীর পুঠিয়ার নামাজগ্রামের মৃত সেফাতুল্লাহর ছেলে মো. আবুল কালাম আজাদ (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।৬(২) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারায় করা এ মামলায় সন্ত্রাসমূলক বক্তব্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনেন বাদী।

মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।আরও পড়ুন>>বিএনপি নেতা মজনুকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ।আরও পড়ুন> >শেখ হাসিনাকে হটানোর অনেক ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

আরও পড়ুন>>অবস্থান পরিষ্কার, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ মে রাজশাহী নগরীর পুঠিয়া থানার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায় ক চারঘাট থানার মাড়িয়া গ্রামের মো. আবু সাঈদ চাঁদ (৬৫ ) সভাপতিত্ব করেন। তিনি বেলা ৩টা ৫০ মিনিটে বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের সামনে উসকানিমূলক বক্তব্যে বলেন,‘আর ২৭ দফা,১০ দফার মধ্যে আমরা নাই,এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’

এজাহারে আরও বলা হয়, তার এই বক্তব্যে উৎসাহসহ পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম,যুগ্ম আহ্ববায়ক মো. আমিনুল হক মিন্টু ও আল মামুন,বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দুলাল এবং বিএনপি নেতা মো. আবু বকর সিদ্দিকসহ দলীয় বেশকিছু নেতা মঞ্চে দাঁড়িয়ে হাততালি দিয়ে সমর্থন করেন।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, আসামির এই বক্তব্যে পুঠিয়া উপজেলাসহ রাজশাহী এলাকার জনসাধারণের ব্যাপক অংশে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি সর্বসাধারণের সামনে তার সন্ত্রাসীমূলক বক্তব্য দিয়ে প্রত্যক্ষভাবে সাধার ণ জনগণকে প্ররোচিত করার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের লক্ষ্যে দলীয় কর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য উৎসাহ দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হওয়ার নির্দেশ দিয়েছেন।

আবু সাঈদ চাঁদের প্রত্যক্ষ সন্ত্রাসীমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় রাজশাহী জেলাসহ সমগ্র বাংলাদেশে শান্তিপ্রিয় জনসাধারণের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুজন আলী ঢাকাটাইমসকে বলেন, ‘মামলার কপি আমি এখনো পাইনি।



Our Like Page
Developed by: BD IT HOST