সুলতানা রাজিয়া সান্ধ্য কবি: দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার।
বুড়াবুড়ী স্পন্দন সংগঠনের সভাপতি আল আমিনে র পিতা মুক্তিযোদ্ধা মরহুম আহাম্মদ আলী সরকার আজ( ৪ফেব্রুয়ারি) সকাল ৯-৩০মিনিটে না ফেরার দেশে চলে গিয়েছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
অর্থ: আমরা তো আল্লাহরই এবং নিশ্চই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।আজ রাত ১০ঘটিকায়
বুড়াবুড়ী ফকিরপাড়া গ্রামে নিজ কবর স্থানে দাফন করা হবে।এর আগে তাঁর নিজ বাসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অর্ণার দেয়া হয়।
এ সময় উলিপুর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সালাম দেন।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বুড়াবুড়ী ইউনিয়নের গ্রামের আরও অনেক মুক্তিযো দ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলে ন।দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন শনিবার ৪ফে ব্রুয়ারি সকাল ৯-৩০মিনিটে নিজ বাড়িতে ইন্ত কাল করেন। তিনি ২ মেয়ে তিন ছেলে সহ অসংখ্য গুন গ্রাহী নেভে গেছেন।বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী ৭১ এর পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে সাহসিকতার পরিচয় প্রদান করেছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,ও দোয়া করছি।আল্লাহ তাঁর প্রতি রহমশীল হন এবং পরিবারের সদস্য দেরকে এ অপূরণীয় শোক সইবার শক্তি ও ক্ষমতা দান করেন আমীন!