ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ,প্রবাসে আগত নতুন এবং বেকার প্রবাসীদের কর্ম সংস্থান করা,মৃত্যু প্রবাসী অসহায় পরিবার কে আর্থিক সহযোগিতা প্রদান করা সহ ধর্মীয় কাজে যৌথ ভাবে অর্থনেতিক সহযোগিতা সহ বিভিন্ন কাজে মানবিক সহায়তার হাত প্রচারিত করার মহতি উদৌগ নিয়ে সৌদি আরবে প্রবাসীদের অরাজনৈতিক ও মানবতা বাদী সংগঠক আসদিকার কেন্দ্রীয় কমিটির অভিষে ক মিলন মেলা ও নৈশ্য ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের অন্যতম প্রতিষঠাতা হাফেজ মাওলানা হাবীবুল্লাহর সভাপতিত্বে ও শাহরিয়ার মোঃওসমান এর পরিচাল নায় অনুষঠানে বক্তব্য রাখেন সাধারন সমপাদক মোহাম্মদ যুবাইর,হাসান বীন রফিক ও বাবুল খান প্রমুখ।অনুষ্ঠান শুরুতে পবিএ কোর আন থেকে তেলওয়াত,ইসলামী গজল দিয়ে আনন্দ ও উৎসব মুখর এ মিলন মেলার সুচনা করা হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সকল কর্মকতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।ফুল দিয়ে অতিথিদের শুভেচছা জানানো হয়। বিপুল সংখ্যক প্রবাসী মানবিকও মানবতা বাদী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।