:ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!!সূরের মোর্চ নায় রিয়াদের প্রবাসী বাংলাদেশীদের আনন্দ আর উচছাসে মাতিয়ে তুলে অভিষেক ঘটিয়ে নিজেদের ঐতিহ্যর জানান দিয়েছে রিয়াদে বুকে বাংলা গানের নব গঠিত প্রবাস বাংলা ব্যন্ড।।রিয়াদে বুকে দলমত নির্বিশেষে প্রবাসী সমাজের মিলন মেলা ঘটিয়ে নিজেদের পরিচিতি করলো নতুন প্রবাসী জনপ্রিয় শিল্পীদের এ কাফেলা। দেশীয় গান ছাড়াও ছিলো কবিতা,গান নাচ দিয়েই রাত ভর প্রবাসীদের মাতিয়ে রাখে নতুন এ শিল্পী গোষ্ঠী। ব্যান্ড লিডার ইউছুপ,মেইন বোকাল ইমরান,ড্রামে জাভেদ,বেজ গিটারে বাপ্পি,সার্বিক সহযোগিতায় ছিলেন আরাফাত হাশেম দেওয়ান।
দেওয়ান।মুলত এ সকল প্রবাসী তরুন দের হাতেই প্রতিষি ঠত হয়েছে প্রবাসের বিনোদনের এ প্লাটফর্মটি।অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ব্যান্ডনিয়ে বেশ উচছসিত এবং আশাবা দী।তারা মনে করেন প্রবাসের বুকে দেশীয় গানের শুন্যতা পুরনে এ ব্যান্ড প্রতিষঠা সময়োপযোগী ও সঠিক।বিপুল সংখ্যাক প্রবাসীর সমাগম ঘটে পুরো আয়োজন কে ঘিরে।রিয়াদে পৰবাস বাংলা ব্রান্ডের অভিষেক অনুষঠিত:ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!!সূরের মোর্চনায় রিয়াদের প্রবাসী বাংলাদেশীদের আনন্দ আর উচছাসে মাতিয়ে তুলে অভিষেক ঘটিয়ে নিজেদের ঐতিহ্যর জানান দিয়েছে রিয়াদে বুকে বাংলা গানের নব গঠিত প্রবাস বাংলা ব্যন্ড।
রিয়াদে বুকে দলমত নির্বিশেষে প্রবাসী সমাজের মিলন মেলা ঘটিয়ে নিজেদের পরিচিতি করলো নতুন প্রবাসী জনপ্রিয় শিল্পীদের এ কাফেলা। দেশীয় গান ছাড়াও ছিলো কবিতা,গান নাচ দিয়েই রাত ভর প্রবাসীদের মাতিয়ে রাখে নতুন এ শিল্পী গোষ্ঠী। ব্যান্ড লিডার ইউছুপ,মেইন বোকাল ইমরান,ড্রামে জাভেদ,বেজ গিটারে বাপ্পি,সার্বিক সহযোগি তায় ছিলেন আরাফাত হাশেম দেওয়ান। দেওয়ান।মুলত এ সকল প্রবাসী তরুন দের হাতেই প্রতিষিঠত হয়েছে প্রবাসে র বিনোদনের এ প্লাটফর্মটি।অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ব্যান্ডনিয়ে বেশ উচছসিত এবং আশাবাদী তারা মনে করেন প্রবাসের বুকে দেশীয় গানের শুন্যতা পুরনে এ ব্যান্ড প্রতিষঠা সময়োপযোগী ও সঠিক।বিপুল সংখ্যাক প্রবাসীর সমাগম ঘটে পুরো আয়োজন কে ঘিরে।