লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালি ত হয়েছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আ য়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপ জেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজে লা চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতারের সভাপতিত্বে ও রৌমারী উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক শহীদ রেজাউল কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) এ, বি,এম সারোয়ার রাব্বী, বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল আউয়াল, রৌমারী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এমআর ফেরদৌস, প্রভাষক সবুজ মিয়া, প্রভাষক এরশাদুল হক, প্রভাষক আঞ্জুমান আরা বেগম, রৌমারী থানার এসআই জাহাঙ্গীর আলম, আরএসডিএ নির্বাহী পরিচালক সাইফুর রহমান (আশরাফ) প্রমূখ।
এ সময় স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
কার্ড নং AS -164
01741150232