February 13, 2025, 9:40 am
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে ২-আসেন,এমপি নয়ন,কথা দিয়ে কথা রাখলেন নিজ খরচে ৪০০ গভীর নলকূপ স্থাপন করেছেন

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য,লক্ষ্মীপুরজেলা আওয়ামী লীগের সাঃ সম্পা দক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। ২০২১ সালের উ প-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তিনি কথা দিয়েছেন,তাঁর নির্বাচনী আসনে বিনা খরচে সাধারন জনগ নের সুপেয় পানির ব্যাবস্থা করবেন।

সেই সুবাদে ২০২১ সালে১১৭ টি গভীর নলকূপ ও ২০২২ সালে আরও ২৮৩ টি গভীর নলকূপ মোট- ৪০০ টি গভীর নলকূপ স্থাপন করেছেন। ৪০০ টি নলকূপ স্থাপন করার ব্যায় বাবদ সরকারি কোষাগারে ২৮ লক্ষ টাকা ব্যাক্তিগত তহবিল হইতে ব্যাংকে জমা দিয়েছেন এমপি নয়ন। নলকূ পগুলো স্থাপন করেছেন লক্ষীপুর -২ আসনের বিভিন্ন মস জিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিভিন্ন জনবসতিতে। নিজ অর্থায়নে ৪০০ টি নলকূপ স্থাপন করে তিনি এখন প্রশংসা য় ভাসছেন।

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন,অতীতে কোন এমপিরআমলে এমন কাজ হয়নি,যাহা এখন হচ্ছে। এমপি নয়ন সাহেবের পক্ষ থেকে ৪০০ গভীর নলকূপ স্থাপন হওয়ায় এখানে সু পেয় পানির সংকট এখন আর নেই।রায়পুর পৌরসভাআও য়ামী লীগের সাঃ সম্পাদক আবু সাইদ জুটন বলেন,এমপি নুরউদ্দীন চৌধুরী নয়ন ভাইয়ের এ ধরনের জনহিতকর কাজ সত্যিই প্রশংসনীয় ভবিষ্যতে এমন সংসদ সদস্যই আমরা চাই।

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক আজিজ জনি বলেন,এমপি নয়ন ভাই কথা দিয়ে কথা রেখেছেন, তিনি নিজ খরচে ৪০০ গভীর নলকূপ স্থাপন করেছেন, এছাড়াও তিনি এখানকার যে কোন উন্নয়নমূলক কাজ হতে কমিশন নেননা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখানকার রাস্তাগুলো পাকা হয়েছে,স্কুল-কলেজ,মাদ্রাসার ভবন নির্মা ন হয়েছে,মসজিদ -মন্দিরের উন্নয়ন হয়েছে আগামী নির্বাচনে আমরা তাঁকে হারাতে চাইনা।



Our Like Page
Developed by: BD IT HOST